Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ডে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে পৃথক ৪ মামলা, আসামি ৪০০ জন

সীতাকুণ্ড(চট্টগ্রাম)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ৫:৫৫ পিএম

চট্টগ্রাম সীতাকুণ্ডে মহাসড়ক অবরোধের ঘটনায় বিএনপি ও অঙ্গ সংগঠনের ৪০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে থানায় চারটি মামলা দায়ের করা হয়েছে। এতে সুনির্দিষ্ট ৪৮ ও অজ্ঞাত আরো ৩৫০ জনকে আসামি করা হয়।বুধবার এ পৃথক মামলাগুলো দায়ের হয়েছে।থানা সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার সীতাকুণ্ড উপজেলায় বিকালে বিএনপির কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে দ্রব্যমূল্য বৃদ্ধি,জ্বালানি তেল ও ছাত্রদল নেতা নিহতের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার বাড়বকুণ্ডে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সভা করেন। এতে তারা সড়ক বন্ধ করে জনদুর্ভোগ সৃষ্টি, ভাঙচুর ও ককটেল বিষ্ফোরণ উল্লেখ করে পুলিশ দুটি মামলা দায়ের করে । এ মামলার প্রধান আসামি করা হয়েছে উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী মোঃ সালাহ্উদ্দীনকে
তবে বিএনপির এ কর্মসূচীর প্রধান অতিথি বিএনপির কেন্দ্রিয় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজানকে আসামি করা হয়নি।যেহেতু তিনি অতিথি তাই তাঁকে আসামি করা হয়নি।

এ ছাড়া মামলায় অন্যান্য আসামিরা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক এম,এ হালিম,পৌর বিএনপির আহবায়ক মোঃ জাকির হোসেন,সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দীন,বিএনপি নেতা বদরুল,দিদার মাহমুদ চৌধুরী,ইউসুফ নিজামী,যুবদল নেতা,ফজলে করিম,ছাত্রদল নেতা মোহাম্মদ আলীসহ সুনির্দ্বিষ্ট ৪৮ জনকে আসামি করা হয়েছে।একই দিন বিকালে পৌরসদরে ছাত্রদল ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার সময়ে বিএনপি-ছাত্রদল নেতাকর্মীরা পুলিশের কাজে বাধা দিয়ে ইট পাটকেল ছোঁড়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটনায় উল্লেখ করে আরো দুটি মামলা দায়ের করা হয়। সীতাকুণ্ড থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ বলেন, এসব মামলায় সুনির্দ্বিষ্ট ৪৮ জন ও অজ্ঞাত আরো সাড়ে ৩০০জন নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্য়ন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ