Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস নৈরাজ্য সৃষ্ঠিকারীদের প্রথম টার্গেট ছাত্রলীগ- পররাষ্ট্র প্রতিমন্ত্রী

তারা ছাত্রলীগকে ভয়পায় তাই তাদের উপর হামলা

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ আগস্ট, ২০২২, ১:৫৮ পিএম

মাগুরা জেলা ছাত্রলীগ আয়োজিত শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি একথা বলেন। জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খানের সভাপতিত্বে বুধবার সকালে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গনে উক্ত আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য এড, সাইফুজ্জামান শিখর। বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি আফম আব্দুল ফাত্তাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের প্রশাসক পঙ্কজ কুমার কুন্ডু, সাবেক সহ সভাপতি মুন্সী রেজাউল হক, সাবেক সহসভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদ হোসেন বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার ভাষনে ৭৫ ১৫ আগস্ট ও ২১ আগস্ট দুনিয়ার ন্যাক্কারজনক হত্যাকান্ড নিহতদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বলে এ ঘটনায় তারেক রহমানসহ জড়িতদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি করেণ। তিনি বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ দেশের সকল সংকট মোকাবেলায় অগ্রনী ভুমিকা পালন করে আওয়ামী লীগকে শক্তিশালী করেছে। ষড়যন্ত্রকারিরা আবার মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশ ও আওয়ামী লীগ যখনি সংকটে পড়েছে তখনি ছাত্রলীগ সকল ষড়যন্ত্র নস্যাত করে তাদের গৌরবের স্বাক্ষর রেখেছে। আর এ কারনে তাদের তার্গেট ছাতলীগ। তাই দেশের বিভিন্ন স্থানে চলছে ছাত্রলীগের ওপর হামলা। মন্ত্রী বলেন বিএনপি স্বপ্নে দেখছেন আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়ার যে দলের জন সমর্থন তলানিতে একটা মিছিল মির্টিং করতে পারেনা, সারাদেশে খুজলে ৫০ জন প্রার্থী খুজে পাওয়া যাবেনা তাদের স্বপ্নে মানুষ হাসছে। মন্ত্রী ছাত্রলীগ বঙ্গবন্ধুর সোনালী অর্জন এ কথা মনে রেখে প্রধান মন্ত্রীর হাতকে শক্তিশালী করতে কাজ করে দেশে অগ্রযাত্রা অব্যাহত রাখতে ভুমিকা রাখার আহবান জানান। প্রধান বক্তা সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, শান্তি অগ্রগতি যারা সইতে পারেনা তারা আবার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকান্ড করে দেশকে অস্থিতাশীল করতে চেষ্টা করছে। ছাতলীগকে তাদের চেষ্টা নস্যাত করতে সক্রিয় থাকার আহবান জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ