Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোমালিয়ায় ক্ষেপণাস্ত্রসহ ড্রোন বিধ্বস্ত

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সোমালিয়ার গেরিলা গ্রুপ আল-শাবাব দাবি করেছে, তারা দেশের দক্ষিণাঞ্চলীয় গেদো অঞ্চলে বিধ্বস্ত হওয়া একটি সশস্ত্র ড্রোন জব্দ করেছে। ড্রোনটি কোথাকার, তার কোন চিহ্ন ছিলো না এর গায়ে। তবে এতে ছয়টি ক্ষেপণাস্ত্র ছিলো। ড্রোনটি গত রোববার সন্ধ্যায় বারধিরি শহরের ৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে গেদোর পাহাড়ি এলাকা বুরা সান্দারারে বিধ্বস্ত হয়। এই এলাকাটি আল-কায়েদা সংশ্লিষ্ট সশস্ত্র গ্রুপের নিয়ন্ত্রণে। গেরিলারা ড্রোনটির ভগ্নাবশেষ ও ক্ষেপণাস্ত্র ৬টি নিয়ে গেছে। আল-শাবাবের একজন কমান্ডার গত সোমবার এ কথা জানান।
ড্রোনটি আবাসিক এলাকা থেকে দূরে বিধ্বস্ত হয়। আল-সাবাবের নেতা ও গেদোর গভর্নর শেখ আব্দিরহমান আবু মোহামেদ জানান, আমাদের যোদ্ধারা এর ধ্বংসাবশেষ নিয়ে গেছে এবং ড্রোন থেকে নিরাপদে ক্ষেপণাস্ত্রগুলো অপসারণ করেছে। গেদোর এক সরকারি কর্মকর্তা ও কেনিয়ার নিরাপত্তা সূত্র ড্রোন বিধ্বস্তের ঘটনা নিশ্চিত করেছেন। তবে তারা বলতে পারেননি, কি কারণে ড্রোনটি বিধ্বস্ত হয়েছে। কোনো দেশও এটিকে তাদের বলে দাবি করেনি। রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের গবেষক জাস্টিন ব্রঙ্ক বলেন, ড্রোনে বহনকৃত ক্ষেপণাস্ত্রগুলো লেজার নিয়ন্ত্রিত। এটা জানা খুবই মুশকিল হবে, কি করে এই ক্ষেপণাস্ত্র ব্যবহার করা যায় অথবা নিখুঁতভাবে নিক্ষেপ করা যায়। তবে ভয়ের ব্যাপার হচ্ছে, তারা এগুলো ব্যবহার করতে না পারলে চীন অথবা ইরানের মতো পারমাণবিক শক্তিধর দেশগুলোর কাছে বিক্রি করে দিতে পারে। ক্ষেপণাস্ত্রগুলোতে খুবই স্পর্শকাতর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এগুলো সংরক্ষণ করা যাবে।
২০১৩ সালে সোমালিয়ার বুলো মারের কাছে লোয়ার সাবেলি অঞ্চলে একটি সন্দেহজনক মার্কিন ড্রোন বিধ্বস্ত হয়েছিলো। আল-শাবাবের যোদ্ধারা তার ছবিও প্রকাশ করেছিলো। বিধ্বস্ত হওয়ার আগে ওই ড্রোন আল-শাবাবের সিনিয়র নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছিলো। এই গ্রুপটি সোমালিয়ায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে উৎখাতের চেষ্টা করে যাচ্ছে।
গত বছরের জুলাই মাসে আল-শাবাব নিয়ন্ত্রিত বারধিরিতে ড্রোন হামলা চালানো হয়েছিলো। তখন তাদের দু’জন সিনিয়র কমান্ডার নিহত হয় বলে সরকারি কর্মকর্তারা জানান। মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানায়, গত মার্চ মাসে দক্ষিণ সোমালিয়ায় ড্রোন হামলায় নাইরোবির মার্কেটে হামলার প্রধান পরিকল্পনাকারী আদনান গারার নিহত হন। মার্কেটে ওই হামলায় ৬৭ জন নিহত হয়েছিলো। আল-জাজিরা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সোমালিয়ায় ক্ষেপণাস্ত্রসহ ড্রোন বিধ্বস্ত
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ