মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি পাকিস্তানে প্রচুর বৃষ্টিপাতে সৃষ্ট বিভিন্ন দুর্যোগে ১০৩৩জন মারা গেছে। আরো দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছে। ৩ কোটি ৩০ লাখ মানুষ দুর্যোগ-কবলিত হয়েছে।
বর্তমানে পাকিস্তান উদ্ধার ও ত্রাণকাজে সর্বাত্মক চেষ্টা করছে। গতকাল (রোববার) সামরিক বাহিনী হেলিকপ্টার দিয়ে শতাধিক আটক মানুষ উদ্ধার করে।
সাম্প্রতিক বন্যায় পাকিস্তানে প্রচুর ভবন এবং অবকাঠামো বিধ্বস্ত হয়েছে। এর ফলে অনেকেই গৃহহীন হয়েছে। সামরিক বাহিনী ও উদ্ধারকর্মীরা লোকজনকে ত্রাণ সামগ্রী দিচ্ছে। তবে এখনও বৃষ্টি চলছে; তাই, উদ্ধারকাজ কঠিন হয়ে পড়েছে।
স্থায়ী বৃষ্টি ও বন্যায় পাকিস্তানের দক্ষিণাঞ্চলের সিন্ধু প্রদেশ ও বেলুচিস্তান প্রদেশের জমি ও শস্য ধ্বংস হয়েছে। এতে দেশের কৃষি উৎপাদন প্রভাবিত হয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, খুব সম্ভবত অল্প সময়ের মধ্যে খাদ্য সংকট দেখা দেবে, অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হবে। সূত্র: নিউজ ইন্টারন্যাশনাল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।