পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ঢাকাস্থ কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস। আজ বেলা ১২টায় জাতীয় পার্টি চেয়ারম্যান এর বনানীস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
কানাডিয়ান হাই কমিশনের রাজনৈতিক কাউন্সিলর ব্র্যাডলি কোটস'কে স্বাগত জানান জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের। এসময় জাতীয় পার্টি মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও বিশেষ দূত মাসরুর মওলা, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশ ও কানাডা‘র মধ্যকার ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। তারা আশাবাদ প্রকাশ করেন, আগামী দিনে বন্ধু প্রতিম দুটি দেশের সম্পর্ক আরো জোরদার হবে।
এসময় জাপা চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে কানাডা'র অবদান ঐতিহাসিক। ব্র্যাডলি কোটস জাতীয় চেয়ারম্যান এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।