Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরান কিনছে রাশিয়ার সুখোই জঙ্গিবিমান

প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিমান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে রাশিয়ার তৈরি সুখোই সু-৩০ যুদ্ধবিমান কিনছে ইরান। এ ব্যাপারে দরকষাকষি করতে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহগান গতকাল মঙ্গলবার মস্কোর উদ্দেশে যাত্রা করেছেন। আজ বুধবার এ সংক্রন্ত চূড়ান্ত চুক্তি হবে বলে জানা গেছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রী এসব কথা বলেছেন। তিনি বলেন, আগের চুক্তি মোতাবেক অ্যালমাজ-অ্যন্টি এস-৩০০ মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের ব্যাপারেও আলোচনা করা হবে। দেহগান আরো বলেন, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় নিñিদ্র নিরাপত্তার খাতিরে বিমানবাহিনীর জন্য এ বিমান অতীব গুরুত্বপূর্ণ। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নে রাশিয়ার সাথে যুদ্ধ বিমান প্রস্তুত সংক্রান্ত একটি অংশীদারি চুক্তি করবেন বলেও জানিয়েছেন তিনি। এ জন্য জঙ্গি বিমান তৈরির লাইসেন্স ক্রয় করবে তেহরান। সুখোই সু-৩০ যুক্তরাষ্ট্র, চীন এবং রাশিয়ায় হার্ডওয়্যার দিয়ে নির্মিত। রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কোমসত্তোমলস্ক-অন-আমুরে এ বিমান বানানো হয়। দি ডিপ্লোম্যাট, দি ন্যাশনাল ইন্টারেস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান কিনছে রাশিয়ার সুখোই জঙ্গিবিমান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ