মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ চুক্তি’ (এনপিটি)-র দশম পর্যালোচনা-সভা গত শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে শেষ হয়েছে। তবে, এ সভা থেকে কোনো ঐকমত্য অর্জিত হয়নি।
তবে, সভায় এই মর্মে সিদ্ধান্ত হয়েছে যে, ২০২৬ সালে নিউইয়র্কে একাদশ সভা আয়োজিত হবে। আর একাদশ সভার প্রস্তুতিমূলক কমিশনের প্রথম সভা ২০২৩ সালে ভিয়েনায় আয়োজিত হবে।
এনপিটি-র দশম পর্যালোচনা-সভার সভাপতি গুস্তাভো জলাভিনেন ঐকমত্য প্রতিষ্ঠিত না-হওয়ায় হতাশা প্রকাশ করেছেন। তিনি সমাপন অনুষ্ঠানে বলেন, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি এবারের সভার ফলাফলের ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামরিক নিয়ন্ত্রণ বিভাগের পরিচালক ফু ছং ও চীনের নিরস্ত্রীকরণ দূত লি সংয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এবারের সভায় অংশ নেয়। সভায় চীনা প্রতিনিধিরা চুক্তির ভিত্তিতে আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ করার পক্ষে চীনা অবস্থান আবারও ব্যাখ্যা করেন।
তারা বলেন, চীন দৃঢ়ভাবে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন খাতে যুক্তরাষ্ট্র-ব্রিটেন-অস্ট্রেলিয়া সহযোগিতার বিরোধিতা করে। জাপানি প্রতিনিধিদেরকে সভায় প্রকাশ্যে ‘পারমাণবিক অস্ত্র মুক্তকরণের তিনটি নীতি’ ঘোষণা করার অনুরোধও জানান চীনা প্রতিনিধিরা। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।