Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মেকআপ ছাড়াই সুন্দরী প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবেন মেলিসা!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ৯:৫০ এএম

এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে মিস ইংল্যান্ড সুন্দরী প্রতিযোগিতায়। এই প্রথম একজন প্রতিযোগী সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কোনো ধরনের মেকআপ ছাড়াই প্রতিযোগিতার ফাইনালে অংশ নেবেন। এমন ঘটনা এবারই প্রথম ঘটতে যাচ্ছে মিস ইংল্যান্ডের ৯৪ বছরের ইতিহাসে । ২০ বছর বয়সী ওই মডেলের নাম মেলিসা রাউফ। নানা ধাপ পেরিয়ে তিনি প্রতিযোগিতার সেমিফাইনালে এসেছেন।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলিসা বলেছেন, ‘নানা বয়সী মেয়েরা মেকআপ করে, কারণ এটা করার জন্য তাঁরা একধরনের চাপ অনুভব করে। সেই জায়গা থেকে এই সিদ্ধান্ত (মেকআপ না নেওয়ার) আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। যদি কেউ তাঁর গায়ের রং নিয়ে খুশি থাকে, তাহলে আলাদা মেকআপ দিয়ে নিজেকে ঢাকার কোনো প্রয়োজন নেই।’

মেলিসা নিজেও খুব অল্প বয়স থেকে মেকআপ ব্যবহার করেন। তবে এই প্রতিযোগিতার জন্য চড়া মেকআপ ব্যবহারের যে ঐতিহ্য, সেটি পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মেলিসা। তিনি বলেন, ‘ইদানীং আমার মনে হয়েছে, আমি নিজের গায়ের রং নিয়েই খুশি। এভাবেই আমি সুন্দর। তাই মেকআপ ছাড়াই প্রতিযোগিতায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

এ প্রসঙ্গে মিস ইংল্যান্ড প্রতিযোগিতার পরিচালক অ্যাঞ্জি বিসলে বলেন, ‘মেলিসার জন্য আমাদের শুভকামনা। সবাই যখন চড়া মেকআপে নিজেদের সাজিয়ে নিচ্ছে, এমন সময়ে মেলিসার এই সিদ্ধান্ত খুবই সাহসী। শুধু তাই নয়, সমাজের অন্যান্য নারীর জন্য গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে সে।’

উল্লেখ্য, আগামী অক্টোবরে হবে মিস ইংল্যান্ডের চূড়ান্ত আসর। মেলিসা ওই আসরে মিস ইংল্যান্ড ক্রাউনের জন্য লড়বেন এবং সম্পূর্ণ মেকআপবিহীন অবস্থায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলিউড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ