প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আরও একবার সম্পর্ক নিয়ে কেলেঙ্কারিতে জড়ালেন হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ড। না, নতুন কিছু নয় বরং পুরনো ঘটনাই একের পর এক সামনে আসছে। এবার অ্যাম্বার হার্ডের একসময়ের প্রিয় বন্ধু র্যাকুয়েল পেনিংটনের স্বামী জশ ড্রিউ দেওয়া সাক্ষ্যের কথা গণমাধ্যমের সামনে এসেছে।
তিনি এক জবানবন্দীতে বলেছেন, ‘‘ডেপের অনুপস্থিতিতে রাতেরবেলা ‘ত্রিশ বারেরও বেশি’ অন্যান্য মানুষদের অ্যাম্বার হার্ডের বাড়িতে ঢুকতে দেখেছেন তিনি।’’
তখনি ক্যামেরার বাইরে থেকে জনৈক ব্যক্তি ড্রিউকে জিজ্ঞাসা করেন, ‘রকি (র্যাকুয়েল) কি তোমাকে বলেছে যে ডেপের স্ত্রী হিসেবে থাকতেই অ্যাম্বার হার্ডের ইলন মাস্ক ও কারা ডেলভিংনের সাথে সম্পর্ক ছিল?’ ড্রিউ উত্তর দেন, ‘হ্যাঁ।’
তবে তারা কখন, কতবার ডেটে গিয়েছেন সে বিষয়ে বিস্তারিত জানেন না বলে জানিয়েছেন জশ ড্রিউ।
ডেপের স্ত্রী হিসেবে থাকতেই তারা তিনজন (ইলন মাস্ক, কারা ডেলভিংনে ও অ্যাম্বার হার্ড) একসঙ্গে রাত কাটিয়েছেন কিনা এমন প্রশ্নের উত্তরেও হ্যাঁ-সূচক উত্তর দেন ড্রিউ।
কিন্তু ড্রিউর এই দাবির সঙ্গে ইলন মাস্কের দাবির মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। স্পেসএক্স এর প্রতিষ্ঠাতা বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে জানাচ্ছি যে অ্যাম্বার হার্ড বিবাহবিচ্ছেদের আবেদন করার এক মাস পর আমাদের দেখা সাক্ষাৎ হয়। তাদের বিয়ে-সংক্রান্ত (ডেপ-হার্ড) কোনোকিছুর সঙ্গেই আমি জড়িত ছিলাম না।’
উল্লেখ্য, প্রাক্তন স্বামী হলিউড অভিনেতা জনি ডেপের কাছে মামলায় হেরে যাওয়ার পর থেকে বেশ আর্থিক সংকটে রয়েছেন অভিনেত্রী অ্যাম্বার হার্ড। কিছুদিন আগেই এসেছে তার বাড়ি বিক্রি করে দেওয়ার খবর। বীমা প্রতিষ্ঠান থেকেও বড় রকম ধাক্কা খেয়েছেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী। এছাড়া ডেপ-হার্ড মামলা নিয়ে ৬০০০ পৃষ্ঠার আইনি দলিলপত্র প্রকাশ করা হয়েছে। সেখান থেকেই এবার জানা গেল, জশ ড্রিউর দেওয়া এই সাক্ষ্যের কথা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।