Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্মিত হলো এফএ সুমনের নতুন গানের ভিডিও

| প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী এফএ সুমনের ‘তুমি তুমি করে আজো কেঁদে যাই’ শিরোনামের গানের মডেল হলেন সোহেল রানা ও সানিয়া জামান জারা। সম্প্রতি মানিকগঞ্জে গানটির চিত্রায়ণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন সামছুল হুদা। এফএ সুমন বলেন, ‘গানটির কথার সঙ্গে বেশ সামঞ্জস্য রেখেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। মিউজিক ভিডিওটি নিয়ে আমি বেশ আশাবাদী। আশা করি, দর্শক শ্রোতাদের ভালো লাগবে।’ সামছুল হুদা বলেন, ‘বিরহী ধাঁচের গানটির ভিডিও নির্মাণের ক্ষেত্রে বেশ যতœ নিয়ে কাজটি করেছি। এর আগেও এই সঙ্গীতশিল্পীর বেশকিছু জনপ্রিয় গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি। ভিডিওগুলোর দর্শকপ্রিয়তাও পেয়েছে। আশা করি, এবারের গানের ভিডিওটি দর্শক-শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’ উল্লেখ্য, মাই সাউন্ডের ব্যানারে এ মিজানের কথায় গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন অমিত চ্যাটার্জি। ভিডিওটি খুব শিগগিরই বিভিন্ন চ্যানেলসহ অনলাইন মাধ্যমে প্রচার হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভিডিও


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ