Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের বাড়িতে তল্লাশির হলফনামা প্রকাশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১১:৪০ এএম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার মার-এ-লাগো বাড়িতে চালানো অভিযানের সার্চ ওয়ারেন্ট প্রকাশ করা হয়েছে। তবে এটিতে কিছু সংশোধন করে এরপর প্রকাশ করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ফেডারেল আদালতের একজন বিচারকের নির্দেশে এই সার্চ ওয়ারেন্ট প্রকাশ করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্পের বাড়িতে তল্লাশি চালানোর আগে বিচার বিভাগ এই ওয়ারেন্ট দিয়েছিল। এর মধ্যে রয়েছে কেন তদন্তকারীরা মনে করেছিল ট্রাম্প অপরাধ করেছেন এবং এফবিআইয়ের কর্মকর্তারা কি ধরনের আলামত পাওয়ার ব্যাপারে বিশ্বাসী ছিলেন।
তদন্তকারীরা জানিয়েছেন, মার-এ-লাগোতে বিভিন্ন সংবাদপত্র ও ম্যাগাজিনের গোপনীয় ফাইলগুলো সংরক্ষণ ছিল।
যুক্তরাষ্ট্রের ম্যাজিস্ট্রেট ব্রুস রেইনহার্ট বিচার বিভাগকে এই তল্লাশি হুকুমনামা প্রকাশের জন্য নির্দেশ দেন।
আইনজীবীরা জানিয়েছেন এই ওয়ারেন্টে কিছু সংশোধন করা হয়েছে কারণ যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদের নিরাপত্তা রক্ষা করার নিমিত্তে এবং গুরুত্বপূর্ণ বিচারিক তথ্য গোপন রাখার জন্য।
এদিকে কেন ট্রাম্পের বাড়িতে অভিযান চালানো হয়েছিল তার চারটি কারণ জানিয়েছেন এফবিআইয়ের একজন বিশেষ এজেন্ট।
প্রথমত কিভাবে গুরুত্বপূর্ণ নথি হোয়াইট হাউজ বা অন্য স্থান থেকে বের করা হয়েছে এবং সেগুলো মার-এ-লাগোতে এসেছিল সেটি খুঁজে বের করতে।
* গুরুত্বপূর্ণ যেসব নথি মার-এ-লাগোতে নিয়ে যাওয়া হয়েছিল সেগুলো কি এ বাড়িতে থাকা বৈধ ছিল কিনা সেটি খুঁজে বের করা।
* গুরুত্বপূর্ণ নথি মার-এ-লাগো বা অন্য কোথাও রাখা হয়েছে কিনা।
* কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোন ব্যক্তি এসব নথি বের করেছে তার পরিচয় খুঁজে বের করা।
এফবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে ১৫টি বক্সে তারা ১৮৪টি গোপন নথি পেয়েছে। যেগুলো ট্রাম্পের বাড়িতে থাকার কথা ছিল না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হলফনামা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ