Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

সীমান্তে মহিলাকে গণধর্ষণ : বিএসএফের ২ সদস্য আটক

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ৯:৫২ এএম

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ-এর দুই জওয়ানকে। বিএসএফ-এর ৬৮ নম্বর ব্যাটালিয়ানের একজন এএসআই ও একজন কনস্টেবলকে গ্রেফতার করা হয়েছে বলে খবর বাগদা থানার পুলিশ সূত্রে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গণধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে। নির্যাতিতার অভিযোগ, উত্তর ২৪ পরগনার বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করা হয়েছে। তার অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছেন দুই জওয়ান।

বনগাঁ পুলিশ জেলার এসপি তরুণ হালদার বলেন, ‘এক মহিলা অভিযোগ করেছেন, বাগদা সীমান্তের জিতপুর বিওপির কাছে তাকে গণধর্ষণ করেছেন দুই জওয়ান। আমাদের কাছে লিখিত অভিযোগ জমা পড়েছে। ওই অভিযোগের ভিত্তিতে আমরা দুই জওয়ানকে গ্রেফতার করেছি। তাদের একজন এএসআই ও একজন কনস্টেবল। ঘটনার পর থেকে এলাকায় সামান্য উত্তেজনা তৈরি হয়েছে। আমরা সব পরিস্থিতির দিকে নজর রাখছি।’

এসপি জানান, ধৃতদের শনিবার বনগাঁ মহকুমা আদালতে হাজির করানো হবে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএসএফ

১৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ