মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন দলটির সিনিয়র নেতা গুলাম নবি আজাদ। অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে পাঁচ পাতার একটি চিঠি পাঠিয়েছেন, এবং কংগ্রেসের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে ইস্তফা দিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
চিঠিতে তিনি দলের সাথে এবং ইন্দিরা গান্ধীর সাথে দীর্ঘকালের সম্পর্কের কথা উল্লেখ করেছেন। একই সাথে জানিয়েছেন এই মুহূর্তে দলের পরিস্থিতি যে জায়গায় গিয়ে দাঁড়িয়েছে তাতে ফিরে আসার কোনো জায়গা নেই আর। দিনকয়েক আগেই জম্মু কাশ্মীরের সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। তখন নিজের স্বাস্থ্যগত কারণ দেখিয়েছিলেন।
এবার কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দিলেন গুলাম নবি আজাদ। পদত্যাগপত্রে তিনি দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। চিঠিতে লিখেছেন, সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া একটি প্রহসন। সেইসাথে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনে বলেছেন, রাহুল সহ-সভাপতির পদে আসার পরেই দলের গঠনতন্ত্র ভেঙে গেছে। দিনের পর দিন বর্ষীয়ান নেতাদের উপেক্ষা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন নবি।
সূত্র : আজকাল
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।