বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
১৭তম দিনে ৩০০ টাকা মজুরী দাবীতে মৌলভীবাজারের ৯২টি চা বাগান সহ দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা আজও অনড় রয়েছেন। সকাল থেকে কাজে যোগ দেননি শ্রমিকরা। সাধারণ চা শ্রমিকরা প্রধান মন্ত্রীর কাছ থেকে সরাসরি ঘোষণার অপেক্ষায় রয়েছেন। না হলে তাদের রুটি রুজির লাগাতার ধর্মঘট চালিয়ে যাবেন।
৩০০ টাকা মজুরী দাবীতে দেওরাছড়া চা বাগান, প্রেমনগর চা বাগান, মৌলভী চা বাগান, মাজদিহি চা বাগান ও হামিদিয়া চা বাগানের কয়েক হাজার শ্রমিক একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে মৌলভীবাজার জেলা সদরের আসেন। তারা মৌলভীবাজার শহরের ঢাকা-মৌলভীবাজার আঞ্চলিক মহা সড়কের বেরীর পাড় মোড়ে রাস্তায় বসে শ্রমিকরা বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত বিক্ষোভ পালন শুরু করেন। এছাড়াও মজুরী আদায়ে জেলার ৯২ টি বাগানে কাজে না গিয়ে বাগানের ভেতর বিক্ষোভ করছেন। বিক্ষোভ আন্দোলন করে সিলেট ও হবিগঞ্জে শ্রমিকরা।
পরে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বেরীর পাড় এলাকায় শ্রমিকদের মজুরীর বিষয়ে আশ^াস দিয়ে বলেন, শ্রমিকদের ভেতর কিছু বাহিরের লোক প্রবেশ করে ক্ষতিগ্রস্থ করছে। প্রধানমন্ত্রী খুব দ্রুত শ্রমিকদের মজুরীর বিষয়ে সিদ্ধান্ত নিবেন। এর কিছু পরে শ্রমিকরা অবরোধ তুলে বিকেল ৫টায় মিছিল সহকারে শাহ্ মোস্তফা সড়ক হয়ে বাগানে চলে যায়।
কয়েকটি বৈঠকের পর চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা চলমান মজুরী আন্দোলনের বিষয়ে শ্রমিকদের কাঙ্খিত দাবি আদায় করতে না পারায় এখন তাদের উপর ক্ষোব্দ সাধারণ শ্রমিকরা। তারা বলছে রুটি রোজির আন্দোলন আমরাই চালিয়ে যাবো। নেতারা আমাদেরকে প্রধান মন্ত্রীর দোহাই দিয়ে বার বার প্রতারণা করেছে। প্রধান মন্ত্রীর মুখ থেকে আমাদের মজুরীর বিষয়ে সরাসরি কিছু শুনতে চাই। প্রধান মন্ত্রীর ঘোষণা পেলেই আমরা কাজে যোগ দেব।
শ্রমিকরা আরো বলেন, ১২০ টাকা দিয়ে এখন আর সংসার চলে না। তাই আমরা নিজেকে বাচাঁতে নিজেদের সন্তান ও পরবর্তী প্রজন্মকে বাচাঁতে কাজ ছেড়ে রাস্তায় নেমেছি। না খেয়ে দাবি আদায়ের আন্দোলনে নেমেছি। দাবি আদায় না হলে আমরা রাস্তায়ই মরব।
সাধারণ শ্রমিক রনি আহমদ, সুবোদ কুর্মী, জিমা উরাং, অমিতা রায় জানান, ধুকে ধুকে না খেয়ে আর মরতে চাইনা। এখন দেওয়ালে পিঠ ঠেকেছে ৩০০ টাকা মজুরী দিবে নইলে বুকে গুলি মারবে। না হলে আমাদের চারিদিকে পেট্রোল ছিটিয়ে আগুন লাগিয়ে একেবারে মেরে ফেল।
এদিকে শ্রমিকরা যাতে কাজে যোগদেন এ লক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ বিভিন্ন বাগানে গিয়ে পাঞ্চায়েত কমিটির সাথে বৈঠক করে কাজে যোগদানের জন্য অনুরোধ জানাচ্ছেন।
উল্লেখ্য গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।