Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ আগস্ট, ২০২২, ১২:০৪ এএম

তীব্র খরার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাস শহরের একটি নদীর তীরে ১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ দৃশ্যমান হয়েছে। সেখানে যে পদচিহ্ন দেখা গেছে, তা এক্রোক্যান্থোসরাস ডাইনোসরের। টেক্সাসের ডাইনোসর ভ্যালি স্টেট পার্কের পদচিহ্নগুলো বিশ্বের সেরা কিছু সংরক্ষণের অন্যতম বলে মনে করেন সুপারিনটেনডেন্ট জেফ ডেভিস। যুক্তরাষ্ট্রের খরা পর্যবেক্ষকরা জানিয়েছেন, প্রায় পুরো টেক্সাস শহরই খরার সম্মুখীন হয়েছে। গত সপ্তাহে টেক্সাস অঙ্গরাজ্যের ৮৭ শতাংশের বেশি স্থানে তিন ধরনের খরা দেখা গেছে; সেখানে গুরুতর, চরম এবং অস্বাভাবিক খরা দেখা দিয়েছে। গ্রীষ্মকালে অতিরিক্ত শুষ্ক হয়ে যাচ্ছে, গরমের কারণে সেন্ট্রাল টেক্সাসের একটি নদী প্রায় শুকিয়েই গেছে এবং সে কারণে ডাইনোসরের পদচিহ্ন দেখা গেছে। জেফ ডেভিস জানান, ডাইনোসরের যে পদচিহ্ন দৃশ্যমান হয়েছে, তাকে ‘লোন রেঞ্জার ট্র্যাকওয়ে’ বলা হয়। ধারণা করা হয়, সেখানে এক্রোক্যান্থোসরাস প্রজাতির ডাইনোসর প্রায় ১০০ ফুট হেঁটে এসেছিল। প্রায় ১৪০ টি পদচিহ্ন রয়েছে। তবে এখন ৬০ টি পদচিহ্ন দৃশ্যমান। ডেভিস জানান, এই প্রজাতির ডাইনোসররা তিন আঙুলবিশিষ্ট হয়। এরা উচ্চতায় প্রায় ১৫ ফুট লম্বা এবং ওজনে প্রায় সাত টন পর্যন্ত হতে পারে। বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১১৩ মিলিয়ন বছর আগের ডাইনোসরের পায়ের ছাপ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ