মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইংল্যান্ড আর ফ্রান্সকে সংযুক্তকারী ইংলিশ চ্যানেলের টানেলে ক্যালাইস থেকে ফোকস্টোনের পথে ভয়াবহ পরিস্থিতিতে পড়েছিলেন যাত্রীরা। বিবিসি জানিয়েছে, যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা টানেলের মধ্যে আটকে থাকতে হয়েছে। এক ভিডিওতে দেখা যায়, ইউরোটানেল লে শাটলের যাত্রীদের উদ্ধার করা হয়েছে। ইমার্জেন্সি সার্ভিস টানেল দিয়ে আরেকটি ট্রেনে করে তাদের কেন্টের ফোকস্টোন ট্যানেলের প্রান্তে নিয়ে যাওয়া হয়। লে শাটল পরে জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হবে। মঙ্গলবার সন্ধ্যার এ ঘটনায় ৩৭ বছর বয়সী সারাহ ফেলোস বলেন, সেখানকার পরিস্থিতি ছিল ভয়াবহ। তিনি আরো বলেন, এটা ছিল বিপর্যয়কর চলচ্চিত্রের মতো। কী ঘটছে তা না জেনেই আপনি যেন অতল গহ্বরের দিকে অগ্রসর হচ্ছেন। আমরা সবাই গভীর সমুদ্রের তলায় ছিলাম। সারাহ আরো বলেন, টানেলের মধ্যে এক নারী কান্নাকাটি করছিলেন এবং আরেকজন নারীর প্যানিক অ্যাটাক হয়েছিল। ওই নারী একাই সফর করছিলেন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।