Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিপিএলে হাজার রান- মুশফিকের পর মাহমুদুল্লাহ

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা  : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) হাজার রানের প্রথম ক্রিকেটার মুশফিকুর রহিম। বরিশাল বুলস অধিনায়কের এই কৃতির পর হাজারী ক্লাবের দ্বিতীয় সদস্য গতকাল পেয়েছে বিপিএল। চার অংকের লক্ষ্য থেকে ২৯ রান দূরে ছিলেন মাহামুদুল্লাহ। সে লক্ষ্য পূরণ করেছেন তিনি। বিপিএলে ৪৮তম ম্যাচে হাজার ক্লাবের সদস্যপদ পেয়েছেন খুলনা টাইটান্সের এই মিডল অর্ডার। মাইলস্টোন ম্যাচে  কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪০ রানের ইনিংসে বিপিএলে তার রানের সমষ্টি বেড়ে দাঁড়ালো ১০১১ (গড় ২৭.৩২)। বিপিএলের আগের তিনটি আসরের কোনটাতেই ৩শ’ ছিল না মাহামুদুল্লাহ’র। খুলনা টাইটান্স অধিনায়ক গতকাল বিপিএলে হাজার রান পূর্ণ করার দিনে এই প্রথম এক আসরে ৩শ’ রানের দেখা পেয়েছেন। ফর্মের বৃহস্পতি তুঙ্গে থাকা এই মিডল অর্ডার গতকাল ৪০ রানে পৌছে গেছেন আসরটিতে ৩১৯ রানে (গড় ৩৫.৪৪)। তবে খুলনা টাইটান্স অধিনায়কের এই ব্যাটিংয়ে উদ্বুদ্ধ হননি টিমমেটরা। এক পর্যায়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দলটির প্লে অফের লড়াইটা কঠিন হয়ে যাচ্ছে। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে তাই টপ অর্ডারদের ব্যাটিংয়ে মনো : ক্ষুন্ন মাহামুদুল্লাহÑ ‘রানটা কম হয়ে যাচ্ছে। টপ অর্ডারা যদি ফ্লাই স্টার্ট না দিতে পারে তাহলে কঠিন ১৬০ প্লাস রান করা। শেষ তিন চার ওভারে কয়েকটা বল মিস করেছি।  আজ (গতকাল) একটা ছয়ও মারতে পারেনি। ’
বোলিংয়ের জোরেই এতোদূর এসেছে খুলনা টাইটান্স। সঠিক ব্যাটিং কম্বিনেশন এ পর্যন্ত পাননি মাহামুদুল্লাহ। সে আক্ষেপের কথাই জানিয়েছেন খুলনা টাইটান্স অধিনায়কÑ ‘পুরো টুর্নামেন্টে ব্যাটিংটাই আমাদের চিন্তায় রেখেছে। এখনো সেরকম উড়ন্ত সূচনা করতে পারিনি।  বোলারদের কারনেই আমরা বেশ কয়েকটা ম্যাচ জিতেছি।’ শেষ ওভার থ্রিলারে তিন তিনটি ম্যাচ জিতিয়েছেন একাই। এই ম্যাচে বোলিং ছন্দ পাননি খুঁজে মাহামুদুল্লাহ। বরং এক ওভারে মাশরাফির হাতে দু’টি ছক্কা খেয়েছেন তিনি। ইনজুরিতে পড়ে কেভন কুপারকে মিস করাটাও দলের বোলিং শক্তি করেছে খর্ব, তা মনে করছেন খুলনা টাইটান্স অধিনায়কÑ ‘আমি চেষ্টা করেছিলাম ওয়াইড ইয়র্কার করতে। কিন্তু করতে পারেনি। তারপরও উনি (মাশরাফি) ভালো সামর্থ দেখিয়েছেন।’
পরিস্থিতির মুখে শেষ ম্যাচকে ডু অর ডাই হিসেবে গণ্য করছেন মাহামুদুল্লাহ- ‘আগে ভালো একটা পজিশনে ছিলাম, টানা তিন ম্যাচ হেরে এখন পরিস্থিতিটা কঠিন হয়েছে। তারপরও একটা ম্যাচ এখনো আছে। ওটার  দিকে আমরা তাকিয়ে আছি। পরের ম্যাচে আমরা সেই চেষ্টাটাই করব। শেষ ম্যাচের দিকেই এখন সব আশা। চেষ্টা করব পরের ম্যাচটা জেতার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিপিএল)
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ