Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোপালগঞ্জে ত্রিমুখী সড়ক দূর্ঘটনায় নিহত দুই আহত চার

গোপালগঞ্জ জেলা সংবাদদাতা ঃ | প্রকাশের সময় : ২৪ আগস্ট, ২০২২, ৭:২৯ পিএম

গোপালগঞ্জে ত্রিমুখী সড়ক র্দর্ঘটনায় দুই মটর সাইকেল আরহী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে কমপক্ষে আরো চার জন। ঘটনাটি ঘটেছে আজ বুধবার বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের মেরী গোপীনাথপুর নামক বাস স্ট্যান্ডে।

প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছুটে আসা একটি কাভার্ড ভ্যান ও ঘটনাস্থলে দাড়িয়ে থাকা একটি অটোরিক্সাকে প্রথমে চাপা দেয়। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মটর সাইকেল চাপা পড়ে। এতে ঘটনাস্থলে অজ্ঞাত পরিচয়ের একজন মারা যায় এবং মোঃ ফরহাদ শেখ নামে একজন গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ফরহাদকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে গোপালগঞ্জ সদর উপজেলার সুকতাইল গ্রামের মোঃ আকরাম শেখের ছেলে। এসময় অটোরিক্সার আরো চার যাত্রী আহত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আহত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ