মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরাকের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের আজ (সোমবার) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে যে, গত শনিবার বিকেলে ইরাকের কারবালা শহরে একটি মসজিদ ধ্বসে অন্তত ৭ জন নিহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে চার নারী ও শিশুসহ ৭ জনের লাশ উদ্ধার করেছে। তবে, আহতদের ব্যাপারে কিছুই জানানো হয়নি। উদ্ধার কাজ এখনও চলছে। স্থানীয় গণমাধ্যম জানায়, মসজিদের পাশে পাহাড় ধ্বসে মসজিদের মূল ভবনে পাথরের আঘাতের কারণে দুর্ঘটনা ঘটেছে।
জেনারেল সিভিল ডিফেন্স ডিরেক্টরেট জানিয়েছে, শনিবার কাতারাত আল-ইমাম আলীতে ভূমিধসে নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে। আরও তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কারবালার পশ্চিমে ২৮ কিমি (১৭ মাইল) দূরে মাজারের পাশে একটি মাটির ঢিবি উচ্চ আর্দ্রতার কারণে ধসে পড়েছে বলে মনে করা হয়।
ভূমিধস কাতারাত আল-ইমাম আলীর ছাদে আঘাত হানে, যা পরে ভিতরে শিয়া তীর্থযাত্রীদের উপরে ধসে পড়ে। বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র জাওদাত আবদেলরহমান সোমবার সকালে বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, ‘আমরা অন্য হতাহতদের জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছি।’ তিনি আরও বলেন, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে ধ্বংসস্তূপের নিচে এখনও অপর এক মহিলার মৃতদেহ রয়েছে। সূত্র: বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।