মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাত ছয় বছর পর আবার ইসলামি প্রজাতন্ত্র ইরানে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে। সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে রোববার এ ঘোষণা দেয়া হয়।
ইরানের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার প্রায় ছয় বছর পর নিজেদের রাষ্ট্রদূতকে তেহরানে পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। তারা জানিয়েছে, ইরানে তাদের রাষ্ট্রদূত সাইফ মুহাম্মদ আল জাবি আগামী কয়েকদিনের মধ্যেই তার দায়িত্ব পালন শুরু করবেন। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের লক্ষ্য নিয়ে আরব আমিরাত এই সিদ্ধান্ত নিয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়েছে, ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বাড়ানোর জন্য আগে যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তার আলোকে রাষ্ট্রদূত নিয়োগ করা হলো। দুই দেশের পারস্পরিক স্বার্থ অর্জন যেমন এই তৎপরতার একটি লক্ষ্য, তেমনি বৃহত্তর আঞ্চলিক স্বার্থ হাসিলও অন্যতম উদ্দেশ্য।
এর আগে, গত ২৬ জুলাই ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান সম্পর্ক উন্নয়নের বিষয়ে টেলিফোনে বিস্তারিত আলোচনা করেন। গত কয়েক বছর ধরে ইয়েমেন যুদ্ধ এবং আঞ্চলিক বিভিন্ন ঘটনা প্রবাহের কারণে ইরান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে সম্পর্কের যে ক্ষতি হয়েছিল তা ঠিক করার লক্ষ্য নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে দুই দেশ পারস্পারিক প্রচেষ্টা জোরদার করেছে। সূত্র: আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।