Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চলতি বছর ৬০ লাখ এনইভি বিক্রির লক্ষ্য চীনের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চীনজুড়ে বিদ্যুচ্চালিত গাড়ির (ইভি) চাহিদা বাড়ছে। জীবাশ্ম জ্বালানি চালিত গাড়ির চেয়ে পরিবেশবান্ধব এ গাড়ির বিক্রি কয়েক গুণ এগিয়ে রয়েছে। এ অবস্থায় চলতি বছর বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে রেকর্ড ৬০ লাখ ইভি বিক্রির পূর্বাভাস দেয়া হয়েছে। স¤প্রতি চায়না প্যাসেঞ্জার কার অ্যাসোসিয়েশন (সিপিসিএ) ২০২২ সালের পূর্বাভাস সংশোধন করেছে। পূর্বের পূর্বাভাস ৫৫ লাখ থেকে বাড়িয়ে এ বছর ৬০ লাখ ইভি বিক্রি হবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। জুলাইয়ে দেশটিতে নতুন জ্বালানির প্রায় ৪ লাখ ৮৬ হাজার ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। বিক্রি দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় পূর্বাভাস বাড়িয়েছে সিপিসিএ। এ নিয়ে নতুন জ্বালানির গাড়ির (এনইভি) বাজার হিস্যা ২৬ দশমিক ৭ শতাংশে উন্নীত হয়েছে। এ সময়ে সামগ্রিকভাবে যাত্রীবাহী গাড়ির বিক্রি গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেড়ে ১৮ লাখ ৪০ হাজার ইউনিটে পৌঁছেছে। চলতি বছরের পূর্বাভাস পূরণ হলে এনইভির বিক্রি গত বছরের ২৯ লাখ ৯০ হাজার ইউনিটের দ্বিগুণ হবে। এটি চীনজুড়ে পরিবেশবান্ধব গাড়ির তুমুল চাহিদাকে প্রতিফলিত করে। তবে সিপিসিএ একটি বিবৃতিতে বলেছে, ৬০ লাখ এনইভি বিক্রির পূর্বাভাস সতর্ক অবস্থান থেকে দেয়া হয়েছে। চতুর্থ প্রান্তিকের শুরুতে এ পূর্বাভাস আরো বাড়ানো যেতে পারে। গত মাসে টেসলার চীনা বিভাগ ২৮ হাজার ২১৭ ইউনিট গাড়ি সরবরাহ করেছে। এর মধ্যে ৮ হাজার ৪৬১ ইউনিট স্থানীয় বাজারে এবং ১৯ হাজার ৭৫৬ ইউনিট ইউরোপ ও এশিয়ায় রফতানি করেছে সংস্থাটি। সংস্থাটির সরবরাহকৃত গাড়ির সংখ্যা জুনের চেয়ে ৬৪ শতাংশ কম। আপগ্রেডের জন্য সাংহাই কারখানা বন্ধ রাখার কারণে সংস্থাটির সরবরাহ কমে গিয়েছে। তবে বার্ষিক সক্ষমতা দ্বিগুণ করে ১০ লাখ গাড়ি সরবরাহের পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে মার্কিন ইভি জায়ান্টটি। এর আগে চলতি বছরের শুরুতে কেবল পূর্ণাঙ্গ ইভি ও প্লাগ-ইন হাইব্রিড গাড়ি তৈরির শুরুর ঘোষণা দিয়েছিল বিওয়াইডি। গত মাসে ১ লাখ ৬২ হাজার ৫৩০ ইউনিট গাড়ি বিক্রি করেছে চীনা প্রতিষ্ঠানটি। টেসলা ও বিওয়াইডি চীনা গাড়ির বাজারে আধিপত্য করলেও ইভি বিক্রির চাহিদা বাড়ায় ছোট প্রতিষ্ঠানগুলোও উৎপাদন বাড়াতে মনোযোগ দিয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনইভি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ