Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আবারও অ্যাফ্লেককে বিয়ে করলেন লোপেজ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ৪:৩৩ পিএম

আরও একবার বিয়ে করলেন হলিউডের তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। শনিবার জর্জিয়ায় বেন অ্যাফ্লেকের পারিবারিক এস্টেটে ধুমধামের সাথে বিয়ে করেছেন এই জুটি। গত জুলাইয়ের মাঝামাঝিতে লাস ভেগাসে একবার নিজেদের বিয়ের পর্ব সারেন জেনিফার এবং বেন। কিন্তু এবার আনুষ্ঠানিকভাবে জানান দেওয়ার উদ্দেশ্যে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সামনে রেখে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন এই জুটি।

জানা গেছে, জর্জিয়ায় বেনের ৮৭ একরের এস্টেট আছে। সেখানেই আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানে রালফ লরেনের ডিজাইন করা গাউন পরেছিলেন জেনিফার। সঙ্গে ছিল লম্বা ওড়না। কালো-সাদা ট্রাক্সিডো পরেছিলেন বেন। বিয়েতে বর-কনের মত অন্য সবাই পরেছিলেন সাদা রঙের পোশাক। বিয়েতে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের আগের সংসারের সন্তানরাও হাজির ছিলেন। এই বিয়েতে পরিবার ও বন্ধুদের পাশাপাশি ছিলেন বড় বড় তারকারাও।

উল্লেখ্য, জেনিফার ও বেনের প্রেমের কাহিনী অন্যদের চাইতে বেশ আলাদা। ২০০২ সালে প্রথম দেখা হয় তাদের, তারপর প্রেমের সম্পর্কেও গড়ায়। তাদের বিয়েটা হওয়ার কথা ছিল ২০০৩ সালে। বাগদানও সেরেছিলেন তখন। কিন্তু শেষ মুহূর্তে বিয়ে বাতিল করা হয় ২০০৪ সালেই বিচ্ছেদ ঘটে এই জুটির। বিচ্ছেদের পর দুজনেই আলাদা সংসার পেতেছিলেন। তবে দুজনের সংসারই টিকেনি।

কিন্তু দীর্ঘ ১৮ বছর পর পুরনো সঙ্গীর কাছেই ফিরে এসেছেন একে অপরে। ২০২২ সালে এসে অবশেষে সম্পর্কের পরিণতি দিয়েছেন হলিউডের আলোচিত এ জুটি। সে কারণেই ভক্তদের প্রশংসায়ও ভাসছেন 'বেনিফার।' জেনিফার লোপেজের এটি চতুর্থ বিয়ে এবং বেন অ্যাফ্লেকের দ্বিতীয়।

এর আগে গত ফেব্রুয়ারিতে 'পিপল'-এর সাথে আলাপচারিতায় বেন অ্যাফ্লেকের সাথে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন জেনিফার। তার ভাষ্যে, "দ্বিতীয়বার নিজেদেরকে সুযোগ দিতে পেরেছি বলেই আমাদের প্রেমের গল্পটা সুন্দর।"



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিয়ে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ