Inqilab Logo

বুধবার, ১৫ মে ২০২৪, ০১ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পার্বত্যাঞ্চলের স্বাস্থ্যসেবাসহ নানা আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী -পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর

| প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য এলাকার নিরাপত্তা এবং উন্নয়ন, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন আর্থসামাজিক কর্মকা- চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ জন্য তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় বান্দরবান শহরের রাজার মাঠে পার্বত্য শান্তি চুক্তির ১৯তম বর্ষপূর্তি উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে এই চিকিৎসা শিবির ও শীতবস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করে প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৬৯ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল যুবায়ের সালেহীন পিএসসি, জোন কমান্ডার লে. কর্নেল গোলাম হায়দার মহিউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক হারুণ-অর-রশিদ, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবীসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আরো বলেন, গুলির বদলে গুলি নয়, অস্ত্রের বদলে অস্ত্র নয়, পাহাড়ে শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের লক্ষ্যে পার্বত্য শান্তি চুক্তি সম্পাদন করেছিল আওয়ামী লীগ। পার্বত্য চুক্তির পর পাহাড়ের আনাচে-কানাচে ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আগামীতেও এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখা হবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চিকিৎসা শিবিরে সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এ সময় মেডিসিন, ডেন্টাল, পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। এ ছাড়াও অনুষ্ঠানে গরিব ও অসহায়দের মাঝে এক হাজার পিস কম্বল ও বিভিন্ন শির্ক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বই-খাতা, স্কুলব্যাগসহ বিভিন্ন শিক্ষাউপকরণ বিতরণ করে বান্দরবান সেনারিজিয়ন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ