Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জবাব না দিলে গ্রেপ্তার হতে পারেন ইমরান খান

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০২২, ১০:৫২ এএম

এবার গ্রেফতারির মুখে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে আর্থিক অনিয়মের অভিযোগে পাক শীর্ষ তদন্তকারীসংস্থা ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির দুটো নোটিশের জবাব দেননি ইমরান। তৃতীয় নোটিশের জবাবও যদি না দেন তাহলে গ্রেফতার হতে পারেন তিনি।

প্রথম নোটিশের পর তদন্তকারী সংস্থার কাছে হাজিরও হননি তিনি। তেহেরিকই ইনসাফ ইমরানের দলের বিরুদ্ধে ভুরিভুরি অভিযোগ এনেছে শাহবাজ শরিফের সরকার।

জানা গিয়েছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, ব্রিটেন, বেলজিয়ামে পাঁচটি সংস্থার হদিস পেয়েছেন তদন্তকারীরা। তাঁরা জানতে পেরেছেন যে, ওই পাঁচ সংস্থা থেকে ইমরানের দলে অর্থ সরবরাহ করা হয়েছিল। পাক নির্বাচন কমিশনের কাছে দেওয়া হলফনামায় এইসব তথ্য গোপন করা হয়েছে। এমনটাই অভিযোগ।

পাক নির্বাচন কমিশনের দাবি তেহেরিকই ইনসাফ বেআইনি ভাবে ৩৪ টি দেশের বিদেশি নাগরিকদের থেকে তহবিল সংগ্রহ করেছে।

চুপ করে নেই ইমরানও। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী সাফ জানান তিনি কোন নোটিশের জবাব দিতে বাধ্য নন। পুবের কলম



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ