নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
এশিয়ান পুরুষ অনূর্ধ্ব-২০ ভলিবল চ্যাম্পিয়নশিপে অংশ এখন বাহরাইনে বাংলাদেশ দল। শনিবার সকালে মানামার উদ্দেশ্যে রওয়ানা হয়ে এখন সেখানে অবস্থান করছেন তানভীর-রিসালাতরা। টুর্নামেন্ট খেলতে ঢাকা ছাড়ার আগে ‘ই’ গ্রুপে ইরাক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইয়ের প্রত্যয় জানিয়ে গেলেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা। অধিনায়ক তানভীর হোসেন বলেন, ‘আমাদের গ্রুপে থাকা শক্তিশালী ইরাক ও অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াই করতে চাই। এই দুই দলের সঙ্গে একটি ম্যাচ জিততে পারলেই পরের পর্ব নিশ্চিত হবে।’ তিনি যোগ করেন, ‘ইরানের কোচ আলীপোর আরোজির অধিনে এক মাস যেভাবে অনুশীলন করেছি, তাতে করে ইতিবাচক ফল করা সম্ভব। আমরা আত্মবিশ্বাসী বাহরাইনে ভালো করার ব্যাপারে।’ এই টুর্নামেন্টে ছয়টি গ্রুপে ১৮টি দল অংশ নিচ্ছে। এর মধ্যে ২২ আগস্ট উদ্বোধনী দিনে ইরাক ও ২৪ আগস্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।