মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে একটি হোটেলে জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হামলায় অন্তত দশজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর আগে বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। এরপর তাঁরা হোটেলের ওপরের তলায় আশ্রয় নেয় বলে জানা গেছে। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
হোটেলের সামনে জড়ো হয়েছেন ভেতরে আটকা পড়াদের স্বজনেরা। এরই মধ্যে শিশুসহ বেশ কয়েকজন বেসামরিক নাগরিককে উদ্ধার করেছে পুলিশ।
এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটিতে সক্রিয় আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল শাবাব। স্থানীয় সময় শুক্রবার (১৯ আগস্ট) সোমালিয়ার রাজধানী মোগাদিসুর অদূরে অবস্থিত অভিজাত হায়াত হোটেলে হামলা চালায় গোষ্ঠীটি।
এদিকে এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মহামুদ। গত মে মাসে তিনি দেশটির ক্ষমতা গ্রহণের পর প্রথম এমন বড় হামলার ঘটনা ঘটল।
এর আগে গত রোববার সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল শাবাবের ১৩ জন সদস্য নিহত হন। সেই হামলার বদলা নিতেই সংগঠনটি মোগাদিসুর হোটেলে পাল্টা হামলা চালিয়েছে বলে মনে করছেন অনেকে। সূত্র : বিবিসি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।