মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইল ও তুরস্কের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন হয়েছে। দেশ দুটো তাদের রাষ্ট্রদূত ও কনসাল জেনারেল আবারও নিয়োগ দেয়ার কথা জানিয়েছে। ইসরাইলের প্রধানমন্ত্রী কার্যালয় গতকাল (বুধবার) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, দু’দেশের সম্পর্কের পুনরুদ্ধার তাদের জনগণের মধ্যে যোগাযোগ, অর্থনীতি, বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করবে।
প্রসঙ্গত, ২০১৮ সালের মে মাসে ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তরিত হয়। ফলে ফিলিস্তিনে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইসরাইলি বাহিনী বিক্ষোভে হামলা চালালে অনেক ফিলিস্তিনি হতাহত হয়।
তার জবাবে তুরস্ক ইসরাইল ও যুক্তরাষ্ট্র থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে এবং তুরস্কে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত ও ইস্তাম্বুলের কনসাল জেনারেলকে বহিষ্কার করে। সূত্র: সিআরআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।