Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পবিত্র কাবা শরীফ পরিষ্কারে অংশ নিলেন সউদী যুবরাজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

সউদী আরবের মক্কা নগরীতে অবস্থিত পবিত্র কাবা শরীফ নিজ হাতে পরিষ্কার করেছেন সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সউদী আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সউদী প্রেস এজেন্সি গতকাল মঙ্গলবার ভোরে একথা জানায়। দেশটির বাদশাহ সালমানের পক্ষে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণের পূর্বে যুবরাজ মোহাম্মদ বিন সালমান পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেন এবং সেখানে সালাত আদায় করেন।

সংবাদমাধ্যমটি আরো জানায়, পরিচ্ছন্নতভয় তার সঙ্গে সউদী ক্রীড়ামন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন তুর্কি আল-ফয়সালও ছিলেন। এসময় দুটি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস তাদের স্বাগত জানান। এছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তারা কাবা পরিষ্কারের কাজে অংশ নেন। সূত্র : আরব নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ