Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিজাম হাজারীর এমপি পদের বৈধতার রায় ৬ ডিসেম্বর

| প্রকাশের সময় : ২ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ফেনী-২ আসনের সরকার দলীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এমপি পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের রায় আগামী ৬ ডিসেম্বর। গতকাল বৃহস্পতিবার চূড়ান্ত শুনানি বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ রায়ের এ দিন ধার্য করেন। এর আগে গত ২২ নভেম্বর রায় প্রদানের তারিখ থাকলেও তা পিছিয়ে যায়। অধিকতর শুনানির জন্য ২৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করে হাইকোর্ট। পরে গত ২৮ নভেম্বর এ মামলার সর্বশেষ তথ্য জানতে চান হাইকোর্ট এবং ১ ডিসেম্বরের মধ্যে কারা কর্তৃপক্ষকে এ প্রতিবেদন দিতে বলা হয়। ‘সাজা কম খেটেই বেরিয়ে যান সাংসদ’ শিরোনামে ২০১৪ সালের ১০ মে প্রতিবেদন ছাপা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ