Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

মহাকাশ সহযোগিতা অব্যাহত রাখবে ইরান-রাশিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ৪:৪৭ পিএম

মহাকাশ সহযোগিতা অব্যাহত রাখতে ইরান এবং রাশিয়ার মধ্যে খুবই ভাল একটি চুক্তি হয়েছে বলে জানিয়েছেন ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ইসা জারেপুর।

শনিবার তিনি বলেন, ইরান বিশ্বের এক বা দুই নম্বর মহাকাশ শক্তির পাশাপাশি যৌথ কাজকে সংজ্ঞায়িত করতে সক্ষম হয়েছে এবং মহাকাশ সহযোগিতা অব্যাহত রাখতে রুশ মহাকাশ সংস্থার সাথে খুবই ভাল একটি চুক্তি রয়েছে।

তিনি আরও জানান, ইরানের ১৩তম সরকারের সক্রিয় কূটনীতির কারণে স্যাটেলাইট কেনার চুক্তিকে প্রযুক্তি হস্তান্তরের চুক্তিতে রূপান্তরিত করা হয়েছে।

আইসিটি মন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী, ইরান এবং রাশিয়া যৌথভাবে খৈয়াম উপগ্রহের আরও তিনটি সংস্করণ তৈরি করবে।

সূত্র: মেহর নিউজ



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ