মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
অধিকৃত পূর্ব জেরুজালেমে (জেরুজালেম ওল্ড সিটি) একটি যাত্রিবাহী বাসে বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইসরায়েল। রোববার ভোরে এই ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন বলে পুলিশ ও চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছে।
ইসরায়েলের জরুরি চিকিৎসা সেবা ম্যাগেন ডেভিড অ্যাডম (এমডিএ) ঘটনাটিকে 'সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছে।
এমডিএ প্যারামেডিকস একটি বিবৃতিতে বলেছে, 'আমরা খুব দ্রুত ঘটনাস্থলে ছিলাম। মা'লে হাশালোম স্ট্রিটে আমরা একটি যাত্রীবাহী বাসকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখি, পথচারীরা আমাদেরকে ৩০ বছর বয়সী দুই পুরুষের চিকিৎসার জন্য ডেকেছিল, যারা বন্দুকের গুলিতে আহত হয়েছিল।'
এএফপির প্রতিনিধি উল্লেখ করেছেন যে, ঘটনার স্থান থেকে ইহুদিদের প্রার্থনাস্থল ওয়েস্টার্ন ওয়াল বেশি দূরে নয়। হামলার পর ঘটনাস্থলের চারপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ভোররাতে হামলার পর পালিয়ে যাওয়া বন্দুকধারীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
এমডিএর মুখপাত্র জাকি হেলার বলেছেন, হামলায় ছয়জন পুরুষ ও একজন নারী আহত হয়েছেন। আহতদের সকলকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলার সপ্তাহখানেক পরই এমন গুলির ঘটনা ঘটলো। ওই হামলায় গাজায় অনেক ভবন ধসে গিয়েছে। নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। আহত হয়েছেন কয়েকশ। অপরদিকে ইসলামিক জিহাদ ইসরায়েলে পাল্টা হামলা চালালেও ইসরায়েলের কেউ নিহত হননি। সূত্র: এএফপি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।