Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চীনে জুলাইয়ে গাড়ি বিক্রি বেড়েছে ৩০ শতাংশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

চীনে জুলাইয়ে ২৪ লাখ ২০ হাজার ইউনিট যানবাহন বিক্রি হয়েছে। এ সংখ্যা গত বছরের একই সময়ের তুলনায় ২৯ দশমিক ৭ শতাংশ বেশি। এ সময়ে বিশ্বের বৃহত্তম গাড়ির বাজারে যানবাহন বিক্রি কভিডজনিত মন্দা কাটিয়ে জুনে শুরু হওয়া পুনরুদ্ধার বেগবান হয়েছে। চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিএএএম) অনুসারে, গত মাসে পুনরুদ্ধার হলেও চলতি বছরের প্রথম সাত মাসে গাড়ি বিক্রি ২০২১ সালের একই সময়ের চেয়ে ২ শতাংশ পিছিয়ে রয়েছে। জুলাইয়ে বিদ্যুচ্চালিত যানবাহন, প্লাগ-ইন হাইব্রিড ও হাইড্রোজেন ফুয়েল-সেলসহ নতুন জ্বালানির গাড়ি বিক্রি ১২০ শতাংশ লাফিয়েছে। তবে সামগ্রিক যানবাহন বিক্রি জুনের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ কম ছিল। এ সময়ে দেশজুড়ে তাপপ্রবাহ শিল্পোৎপাদন কার্যক্রমের গতি ও গ্রাহকদের গাড়ি কেনার আগ্রহ কমিয়ে দেয়। ছোট ইঞ্জিনের গাড়ির জন্য কর কমিয়ে এবং বিদ্যুচ্চালিত গাড়িতে ভর্তুকি দিয়ে অটোমোবাইল শিল্পের চাহিদা পুনরুদ্ধারের চেষ্টা করছে চীনা সরকার। বাণিজ্যিক কেন্দ্র সাংহাইসহ প্রধান উৎপাদন কেন্দ্রগুলোয় কভিডজনিত লকডাউন শিল্পটিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জ্বালানি তেলের উচ্চ ব্যয় গ্রাহকদের প্লাগ-ইন হাইব্রিড গাড়ি কিনতে উৎসাহিত করছে। এজন্য এসব গাড়ির বিক্রি বছরের প্রথম সাত মাসে প্রায় তিন গুণ হয়েছে। যদিও এ সময়ে সম্পূর্ণ বিদ্যুচ্চালিত গাড়ির বিক্রি দ্বিগুণ হয়েছে। গত মাসে বাণিজ্যিক চাহিদা দুর্বল ছিল। এ সময়ে এসব গাড়ির বিক্রি ২১ দশমিক ৫ শতাংশ কমেছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চীনে জুলাইয়ে গাড়ি বিক্রি বেড়েছে ৩০ শতাংশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ