মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাঁচ মাস পর ইউক্রেনের শস্যবাহী জাহাজ পৌঁছালো ইতালিতে। শুক্রবার (১২ আগস্ট) দেশটির রাভেনা বন্দরে নোঙর করে জাহাজটি। খবর ইয়াহু নিউজের।
কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটিতে ১৩ হাজার টন খাদ্যশস্য রয়েছে। ইতালি বন্দরে জাহাজটিকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত। তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় চুক্তি সাক্ষরের পর গেল দুই সপ্তাহে এখনও পর্যন্ত ১৪টি শস্যবাহী জাহাজ কিয়েভ বন্দর ছেড়ে গেছে।
রাশিয়ার সাথে সংঘাতের জেরে গেল ফেব্রুয়ারি থেকে রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায় বিশ্বের অন্যতম শস্য যোগানদাতা দেশটির। ফলে আটকে পড়ে গত বছরের প্রায় ২ কোটি টন শস্য। চলতি বছরেও একই পরিমাণ খাদ্যশস্য উৎপাদন হবে বলে ধারণা করা হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।