Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

বক্তাবলী দিবস উপলক্ষে ফ্রি মেডিক্যাল কার্যক্রম

| প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়নগঞ্জের বক্তাবলীতে ১৯৭১ সালের ২৯ শে নভেম্বরের শহীদ দিবস (বক্তাবলী দিবস) উপলক্ষে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্ট আয়োজিত দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। কানাইনগর ছোবহানিয়া উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ প্রাঙ্গনে আয়োজিত এই মেডিক্যাল টিমে ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার,সার্জন এবং  টেকনিশিয়ানগন প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ব্যবস্থাপত্র, তাৎক্ষনিক রোগ নির্নয়, রক্তের গ্রুপ ও ডায়াবেটিস পরীক্ষাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করেন। বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীবেষ্টিত বক্তাবলীতে কোনো হাসপাতাল না থাকায় বিনামূল্যের এই চিকিৎসা সেবা কার্যক্রম অনেকের কাছে অনেক বড় প্রাপ্তি বলে বিবেচিত হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি  নারায়নগঞ্জের সহকারী জেলা প্রশাসক(এডিসি) সারোয়ার হোসেন এবং নারায়নগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ উপস্থিত হয়ে বক্তাবলী ওয়েলফেয়ার ট্রাস্টের এই উদ্যোগকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত বলে উল্লেখ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ