মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা সিটিতে এক ব্যক্তি নিজের তিন সন্তানকে হত্যার পর গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে পুলিশ। এপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক পুলিশ কর্মকর্তা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে হাঁটতে বেরিয়ে এক ব্যক্তি ওকলাহোমা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলে এক গাড়ির ভেতর চারজনের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। ওই ঘটনার আগে পুলিশের কাছে রিপোর্ট করা হলে তারা ওই ব্যক্তি এবং তার সন্তানদের খোঁজে তল্লাশি চালান। কিন্তু তখনও কেউ জানতো না যে তিনি নিজেই সন্তানদের হত্যা করে আত্মহত্যা করেছেন। হত্যাকাণ্ডের শিকার শিশুদের পরিচয় বা বয়স জানা যায়নি। আত্মহত্যা করা ব্যক্তির বিষয়েও পুলিশ বিস্তারিত কিছু জানায়নি। এক কর্মকর্তা বলেন, আমরা এখনও এ বিষয়ে বেশি তথ্য পাইনি। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। সোমবার এ বিষয়ে আরও তথ্য জানা সম্ভব হবে বলে উল্লেখ করেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের একটি শহরে এলোপাতাড়ি গুলিতে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ। ডেটনের ঠিক উত্তরে ওহাইওর ছোট্ট একটি শহরে শুক্রবার গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (৬ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বাটলার শহরের পুলিশ প্রধান জন পোর্টার সন্দেহভাজন স্টিফেন মার্লোকে অতিউৎসাহী এবং সশস্ত্র ও বিপজ্জনক বলে উল্লেখ করেছেন। ঘটনার পর থেকে সন্দেহভাজন ওই হামলাকারী পলাতক রয়েছেন। এপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।