Inqilab Logo

বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

সুন্দরগঞ্জে ১০ হাজার মিটার কারেন্টজাল আগুনে ভষ্মিভূত

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ আগস্ট, ২০২২, ৬:৩৩ পিএম


গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে আগুনে ভষ্মিভূত করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো আগুনে ভষ্মিভূত করা হয়। এরআগে দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নগর কাটগড়া হাটে অবৈধ কারেন্ট জাল বিক্রির সময় প্রায় ৫০ হাজার টাকা মূল্যের ১০ হাজার মিটার জাল জব্দ করেন। বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু বলেন, 'কারেন্ট জাল মৎস্য সম্পদের হুমকিস্বরূপ। তাই গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে তা জনসম্মুখে ভষ্মিভূত করা হয়। অবৈধ কারেন্ট জাল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ