Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কক্সবাজার শহরের নুনিয়ারছড়ায় অগ্নিকাণ্ডে ৯ বসত বাড়ি ভষ্মিভূত

কক্সবাজার ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৫:৫৫ পিএম

১ আগষ্ট সকাল সাড়ে ১০টায় এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কক্সবাজার পৌরসভার ২নং ওয়ার্ডের নুনিয়ারছড়ায়৷ এ ঘটনায় নিমিষেই পুড়ে যায় ৯টি বসত বাড়ি।
সরেজমিনে দেখা যায়, নিঃস্ব মানুষ গুলোর হাহাকার অবস্থা।
এদিন ৩টার দিকে ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান অভিযোগ করেন, ঘটনার সাথে সাথে খবর দেয়া হলেও ফায়ার সার্ভিসের কর্মীরা আসেননি।
আসেন আড়াই ঘন্টা পর! কিন্তু কেন? তাদের গাফিলতির কারণে এতবড় ঘটনা হয়ে গেলো৷
তিনি বলেন, ৯টি পরিবারের ক্ষয়ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা। তাদের সহায়তা জরুরি।
এদিকে ফায়ার সার্ভিস কক্সবাজার জেলার সহকারী উপ-পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ জানান, ফায়ার সার্ভিস আগের চেয়ে এখন সবদিকে উন্নত হয়েছে। জনবল, পরিবহণ ও সেবার পরিধি বেড়েছে। নুনিয়ারছড়ায় অগ্নিকাণ্ডে যথাসময়ে আমাদের টিম পাঠানো হয়েছে। তারা আন্তরিকতার সাথে কাজ করেছে।
স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ জাবেদ বলেন, আমাদের ওয়ার্ডের তিন রাস্তার মোড়ে আগুনে পুড়ে যায় ৯টি সুখের পরিবার। এখন তারা অসহায়। তাদের পরনের কাপড় ছাড়া আর কিছুই নাই। ভয়াবহ এঘটনায় চোখের জল ধরে রাখতে পারলাম না।
তিনি ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ