নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
গত বছর থেকে জাতীয় ক্রীড়া পুরস্কারের পাশাপাশি বঙ্গবন্ধুর জ্যৈষ্ঠপুত্র শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের প্রচলন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এটির পার্থক্য হচ্ছে ক্রীড়া পরিষদ পুরস্কার দেওয়া হয় বর্তমান খেলোয়াড়দের। ক্যালেণ্ডারের পাতা ঘুরে দ্বিতীয়বারের মতো পুরস্কারটি দেওয়া হবে আজ। এ বছর সাতটি শ্রেণিতে ১১ জন ক্রীড়া ব্যক্তিত্ব ও সংস্থাকে পুরস্কার দেওয়া হচ্ছে। পুরস্কার হিসেবে সবাই পাবেন এক লাখ টাকা করে, সঙ্গে ক্রেস্ট ও সম্মাননা পদক।
আজ সকাল নয়টায় রাজধানীর ওসামনী স্মৃতি মিলনায়াতে ভার্চুয়ালি উপস্থিত থেকে পুরস্কার বিতরন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তার আগের দিন পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেছেন প্রতিমন্ত্রী নিজে। এ বছর ক্রীড়াবিদ শ্রেণিতে পুরস্কার পাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস, ভারোত্তোলক মোল্লা সাবিরা সুলতানা ও শুটার আবদুল্লাহ হেল বাকি। উদীয়মান ক্রীড়াবিদ হিসেবে পুরস্কার পাচ্ছেন আর্চার দিয়া সিদ্দিকী ও জাতীয় দলের ক্রিকেটার শরীফুল ইসলাম। ক্রীড়া সংগঠক হিসেবে পাচ্ছেন পুরস্কার পাবেন সাইদুর রহমান প্যাটেল ও নাজমা শামীম এবং ক্রীড়া সাংবাদিক শ্রেণিতে কাশীনাথ বসাক। এ ছাড়া বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) দেওয়া হচ্ছে ক্রীড়া সংস্থা শ্রেণিতে পুরস্কার। পৃষ্ঠপোষক শ্রেণিতে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স ও আজীবন সম্মাননা দেওয়া হবে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।