Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বগুড়ার ধুনট পৌর বিএনপির ৯ ওয়ার্ড কমিটি বাতিল

বগুড়া ব্যুরো | প্রকাশের সময় : ৪ আগস্ট, ২০২২, ৬:১৭ পিএম

নিয়মতান্ত্রিকভাবে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ধুনট পৌর বিএনপির ৯ টি ওয়ার্ড কমিটি বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগষ্ট ) দুপুরে বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধুনট উপজেলা এবং পৌর বিএনপির দায়িত্ব প্রাপ্ত নেতা এ্যাডভোকেট সাইফুল ইসলাম কমিটিগুলো
বাতিলের ঘোষণা দেন।
এসংক্রান্ত প্রেসবিজ্ঞপ্তিতে তিনি জানান, তিনি
( এ্যাডভোকেট সাইফুল ) ধুনটের দায়িত্ব প্রাপ্ত
। অথচ তাকে কিছু না জানিয়েই ধুনট পৌর বিএনপির আহ্বায়ক হায়দার মন্ডল এবং যুগ্ম আহ্বায়ক সানোয়ার হোসেন নিজেদের খেয়াল
খুশিমতো ৯ টি কমিটি গঠন করে সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট
করেছেন।
বিষয়টি অগ্রহনযোগ্যা হওয়ায় কমিটি বাতিল
করা হয়েছে। তবে ধুনট পৌর বিএনপির আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পক্ষের সমর্থকরা জানিয়েছেন জেলা আহ্বায়কের স্বাক্ষর ব্যতিত কিভাবে কমিটি বাতিল হয় ?
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র বিএনপি নেতা এ প্রসঙ্গে বলেন, যেহেতু এ্যাড
সাইফুল ইসলাম ধুনটের দায়িত্ব প্রাপ্ত নেতা
কাজেই তিনি নিজ ক্ষমতা বলেই সেটা করতে
পারেন।
অনেকেরই অভিমত এধরণের ঘটনা দলের জন্য বিব্রতকর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ