নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চট্টগ্রাম ব্যুরো : দশটি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে সিজেকেএস প্রথম বিভাগ হকি লীগ এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সমিতি (সাদা) ২-০ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে এবং মুক্ত বিহঙ্গ ৪-০ গোলে চট্টগ্রাম আবাহনী লিঃকে হারায়। এর আগে চট্টগ্রাম সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবারের হকি লীগ শুরু হলেও কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক। সিজেকেএসের বর্তমান কার্যনির্বাহী কমিটি চলতি বছরের মার্চে প্রথম সভা করে গঠন করেছিল বিভিন্ন ইভেন্টের উপ-কমিটি। তার মধ্যে মোঃ ইউসুফকে সাধারণ সম্পাদক রেখে গঠিত হয়েছিল হকি কমিটিও। কিন্তু সিজেকেএস কার্যনির্বাহী কমিটির সভা ব্যতীত ইউসুফকে বাদ দিয়ে আরো একটি হকি কমিটি গঠন করায় শুরু হয়ে যায় নানা বিতর্ক। গতকাল উদ্বোধনী দিনে তার রেশ দেখা গেছে। অনুষ্ঠানের ঘোষণা মঞ্চ থেকে হকি সেক্রেটারি মোঃ ইউসুফকে আসার জন্য আহŸান জানানো হলেও তিনি মঞ্চে উঠেননি। জানা গেছে, সিজেকেএস কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় মোঃ ইউসুফকে সাধারণ সম্পাদক করে যে হকি কমিটি গঠিত হয়েছিল আরো একটি কার্যনির্বাহী কমিটির অনুমোদন ছাড়া বর্তমান হকি কমিটি কিভাবে গঠিত হলো। এসব কারণে তিনি মঞ্চে উঠেননি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।