Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাঠের বাইরের ঘটনায় অর্থদন্ড!

আল-আমিনের জরিমানা সাড়ে ১২ সাব্বিরের ১৩ লাখ ৩৩ হাজার টাকা

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : মাঠের দৃশ্যমান ঘটনায় অভিযুক্ত নন আল আমিন কিংবা সাব্বির আহমেদ রুম্মান। গত পরশু রাতে রংপুর রাইডার্সের শাহাজাদের সঙ্গে অশোভন আচরনে জড়িয়ে পড়ায় ম্যাচ রেফারী নিয়ামুর রশিদ রাহুলের সুপারিশে ম্যাচ ফি’র ৩০ শতাংশ কেটে নেয়া হয়েছে। গতকাল এ খবর দিয়েছে বিসিবি। তবে মাঠে পারফর্ম করে, বিপিএল ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের পরও মাঠের বাইরের ঘটনায় অভিযুক্ত হতে হলো রাজশাহী কিংসের আইকন সাব্বির রহমান রুম্মান এবং বরিশাল বুলসের আল আমিনকে। এর আগেও অর্থদন্ডে দন্ডিত হওয়ার মতো ঘটনা আছে ক্রিকেটারদের। ইংল্যান্ড ক্রিকেট দলের সিরিজ চলাকালে একটি কোমল পানীয়ের বিজ্ঞাপন চিত্রে শ্যুটিংয়ের বিষয়টি বিসিবি’র নজরে আসায় কড়া ভাষায় শাসিয়ে দিয়েছে তাকে বিসিবি। তার পরও সতর্ক হননি। গত বছরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ চলাকালে ব্রিসবেনে টিম হোটেলে গভীর রাতে মদ্যপ অবস্থায় ফেরায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্বকাপ থেকে দেশে ফিরে আসতে হয়েছিল আল আমিনকে। সেই অতীতটাও মনে রাখেনি আল আমিন। মাঠের বাইরে বড় ধরনের কেলেঙ্কারি বিসিবি’র নজরে আসায় গতকাল বিসিবি’র ডিসিপ্লনারী কমিটি দিয়েছে অর্থদন্ড এই দুই ক্রিকেটারকে। বিপিএলের চলমান আসরে ‘এ’ প্লাস গ্রেডের ক্রিকেটার সাব্বিরের সম্মানী নির্ধারিত ছিল ৪০ লাখ টাকা, তার ৩০ শতাংশ কর্তনের সিদ্ধান্ত নেয়ায় ১৩ লাখ ৩৩ হাজার টাকা কম পেতে হচ্ছে তাকে। আর ২৫ লাখ টাকার ক্যাটাগরী ‘এ’ গ্রেডের ক্রিকেটারে আল-আমিনের সম্মানীর ৫০ শতাংশ কর্তনে অর্থদন্ডের পরিমান দাঁড়াচ্ছে সাড়ে ১২ লাখ টাকা। বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে এতো বড় অর্থদন্ডের ঘটনা এটাই প্রথম।
নারী ঘটিত কেলেঙ্কারির কারনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হয়েছে বলে নির্ভরশীল এক সূত্র জানালেও বিসিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে শৃঙ্খলা ভঙ্গের কারণ উল্লেখ করেনি। সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় দলের খেলোয়াড় হিসেবে তাদেরকে দায়বদ্ধতার বিষয়টি মনে করিয়ে দিয়েছে বিসিবি। ‘এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি করলে আরও কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে সতর্কবার্তা দিয়েছে বিসিবি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অর্থদন্ড


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ