মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
মিয়ানমারের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে আসিয়ান। মালয়েশিয়ার নেতৃত্বে এ সপ্তাহে এই আঞ্চলিক বøকের পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠকে বসছেন কম্বোডিয়ার রাজধানী নমপেনে। এতে একজন বেসামরিক প্রতিনিধিকে পাঠাতে মিয়ানমারের প্রতি আহŸান জানিয়েছিল আসিয়ান। কিন্তু তাতে অস্বীকৃতি জানিয়েছে তারা। ফলে এই বৈঠকের বাইরে রাখা হচ্ছে মিয়ানমারকে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এ পর্যন্ত ১০ দেশের এই সংগঠন মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ক‚টনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু তাতে কোনো ফল আসেনি। গত সপ্তাহে মিয়ানমার চারজন গণতন্ত্রপন্থির মৃত্যুদÐ কার্যকর করেছে। এর নিন্দা জানিয়েছে আসিয়ান। গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ক্ষমতা কেড়ে নেয় সামরিক জান্তা। সোমবার আসিয়ানের চেয়ারম্যানের মুখপাত্র বলেন, বৈঠকে অংশ নিতে মিয়ানমারকে জান্তা সরকারের সদস্য নন, এমন কোনও প্রতিনিধিকে পাঠাতে বলা হয়েছিল। কিন্তু তারা এ প্রস্তাবে রাজি হয়নি। ফলে বৈঠকে অংশ নিতে দেওয়া হবে না মিয়ানমারকে। ১০ দেশের জোট আসিয়ান এ পর্যন্ত মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠায় ক‚টনৈতিক প্রচেষ্টা চালিয়ে এসেছে। কিন্তু কোনও ফল হয়নি। গত সপ্তাহে মিয়ানমার চার গণতন্ত্রপন্থি আন্দোলনকর্মীর মৃত্যুদÐ কার্যকর করেছে। এর নিন্দা জানিয়েছে আসিয়ান। গত বছর ফেব্রুয়ারিতে মিয়ানমারের বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা কেড়ে নেয় সেনাবাহিনী। তারপর থেকেই বিশৃংখল পরিস্থিতি বিরাজ করছে দেশটিতে। জান্তা সরকার এখনও ভিন্নমতাবলম্বীদের ওপর নৃশংস দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। এতে নিহতের সংখ্যা ২,১০০ ছাড়িয়েছে। বিক্ষোভ দমনের নামে মিয়ানমার জান্তার নিজ দেশের মানুষের ওপর শক্তি প্রয়োগের সমালোচনা করেছে আসিয়ান। মিয়ানমারে শান্তি ফেরাতে গত বছর এপ্রিলে আসিয়ান কয়েকটি শর্ত পূরণের পাঁচ দফা প্রস্তাব দিয়েছে জান্তা সরকারকে। তাতে অবিলম্বে সহিংসতা বন্ধ করা এবং সামরিক জান্তা ও এর বিরোধীদের মধ্যে সংলাপের আহŸান জানানো হয়েছিল। কিন্তু সেই প্রস্তাবেও কোনও অগ্রগতি হয়নি। প্রস্তাবে অগ্রগতি না হওয়ার কারণে গতবছরও মিয়ানমারকে বৈঠকে অংশ নিতে দেয়নি আসিয়ান। এ সপ্তাহের আসিয়ান বৈঠকেও ওই পাঁচ দফা প্রস্তাব বাস্তবায়ন না হওয়া নিয়ে ক্ষেদ থেকে যাবে বলে মনে করা হচ্ছে। তবে এবারের বৈঠকে প্রস্তাবটি পরিপূর্ণ এবং কার্যকরভাবে বাস্তবায়নের জন্য আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা সক্রিয় পদক্ষেপ নেওয়ার দাবি জানাবেন বলে জানানো হয়েছে বৈঠকের খসড়া যৌথ বিবৃতিতে। তাছাড়া, মিয়ানমারে ঘটে যাওয়া সা¤প্রতিক ঘটনাবলী নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশের পাশাপাশি জান্তা সরকারকে সংযত থাকার আহŸানও জানাবেন আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। এএফপি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।