Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

পাকিস্তান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ হেলিকপ্টার নিখোঁজ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ আগস্ট, ২০২২, ১২:০৫ এএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে সেনাবাহিনীর একজন জেনারেল ও আরও পাঁচ আরোহীসহ সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রম তত্ত¡াবধানের দায়িত্বে থাকা দক্ষিণাঞ্চলীয় টুয়েলভ কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীসহ ৬ জন ছিলেন হেলিকপ্টারটিতে। এক বিবৃতিতে পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, সোমবার রাতে লাসবেলা জেলায় বন্যা ত্রাণ কার্যক্রম পরিচালনাকালে আর্মি এভিয়েশনের হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। হেলিকপ্টারটিতে ছয় জন আরোহী ছিলেন। তাদের মধ্যে বেলুচিস্তানে বন্যা ত্রাণ কার্যক্রম তত্ত¡াবধানের দায়িত্বে থাকা দক্ষিণাঞ্চলীয় টুয়েলভ কোরের প্রধান লেফটেন্যান্ট জেনারেল সরফরাজ আলীও ছিলেন। পাকিস্তান কোস্ট গার্ডের মহাপরিচালক ব্রিগেডিয়ার আমজাদ হানিফ সাত্তিও নিখোঁজ হেলিকপ্টারটিতে ছিলেন বলে কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে। পুলিশ কর্মকর্তা পারভেজ উমরানি জানিয়েছেন, তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হলেও হেলিকপ্টারটির কোনো সন্ধান পাওয়া যায়নি। রাতে খারাপ আবহাওয়ার মধ্যে তল্লাশি অভিযান স্থগিত হয় এবং মঙ্গলবার সকালে আবার শুরু হওয়ার কথা রয়েছে। পাকিস্তানের এক গোয়েন্দা কর্মকর্তা রায়টার্সকে জানিয়েছ্নে, লে. জেনারেল সরফরাজ আলী ও ব্রিগেডিয়ার আমজাদের সঙ্গে সেনাবাহিনীর আরও দুই মেজর ছিলেন। রয়টার্স।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ