Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করল লাটভিয়া

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১১:০৩ এএম

লাটভিয়ার গ্যাস লাইন বন্ধ করার পর এবার রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করেছে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ লাটভিয়া। সোমবার থেকে এ চুক্তি বাতিল করা হয়। রুশ গণমাধ্যম আরটি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চুক্তির কারণে দুই প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করতে পারত কিন্তু চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়ে যাবে।
লাটভিয়ার সরকার কয়েক সপ্তাহ আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও লাটভিয়া ২০১০ সালে ভ্রমণ চুক্তি সই করে এবং ওই বছরই তা কার্যকর করা হয়।
লাটভিয়া বলছে, রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট বন্ধ করে দেওয়ার পর মস্কোর সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করা হয়। পিস্কভ শহরে লাটভিয়ার কনস্যুলেট থেকে লাটভিয়া ভ্রমণের জন্য রুশ নাগরিকদের প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হতো।
গত এপ্রিল মাসে রাশিয়া ওই কনস্যুলেট বন্ধ করে দেয় এবং এর সব কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করে। মস্কো সেই সময় জানিয়েছিল যে, লাটভিয়া ও বাল্টিক প্রজাতন্ত্রগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে পাল্টা ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর আগেই অর্থাৎ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বাল্টিক এ দেশটি রাশিয়ার নাগরিকদের ভিসা দেওয়া বন্ধ করে দেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাশিয়া-লাটভিয়া
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ