পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজার নিয়ে তিনদিনের মেলা শুরু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। শেয়ারবাজার সংশ্লিষ্ট ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই মেলা অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এক্সপো-২০১৬ নামে এই মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। মেলার আয়োজক প্রতিষ্ঠান অর্থসূচক ডট কমের সম্পাদক জিয়াউর রহমান জানান, মেলায় ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান এক্সপোতে অংশ নিচ্ছে। এক্সপোর স্পন্সর হিসেবে রয়েছে- সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং শাহজীবাজার পাওয়ার লিমিটেড। এছাড়া পার্টনারদের মধ্যে রয়েছে- আইটি পার্টনার-আমরা নেটওয়ার্কস, হোটেল পার্টনার হোটেল দ্যা কক্স টুডে, হোটেল হিল টাওয়ার, বাইক পার্টনার-রানার অটোমোবাইলস লিমিটেড, পিআর পার্টনার ইমপেক্ট পিআর। এক্সপোতে প্রবেশের জন্য কোনো টিকেট লাগবে না। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মেলায় বিভিন্ন সেমিনারে বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। জিয়াউর রহমান জানান, মানুষের মাঝে পুঁজিবাজার সম্পর্কে আগ্রহ তৈরি করতেই এ মেলার আয়োজন। পুঁজিবাজার সম্পর্কে দেশের অধিকাংশ মানুষের কোনো ধারণা নেই। আবার অনেকেই এ বিষয়ে নেতিবাচক ধারণা পোষণ করেন। অর্থনীতিতে পুঁজিবাজারের অবদান বাড়াতে এই নেতিবাচক ধারণা থেকে বের হয়ে আসতে হবে। এই বাস্তবতা থেকে পুঁজিবাজারের নতুন ব্র্যান্ডিং এবং এই বাজার সম্পর্কে সচেতনতা তৈরি করার লক্ষ্যে এ মেলা আয়োজন করা হচ্ছে। এক্সপো উপলক্ষে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, ক্রেডিট রেটিং এজেন্সি, তালিকাভুক্ত কোম্পানিসহ পুঁজিবাজারের বিভিন্ন স্টেকহোল্ডার এক ছাতার নিচে সমবেত হয়। তিনি জানান, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিডিবিএলসহ প্রায় ৪০টি প্রতিষ্ঠান এবারের এক্সপোতে অংশ নিচ্ছে। এছাড়া প্রবেশে ক‚পনের র্যাফেল ড্রতে মোটরসাইকেল, মোবাইলসহ মূল্যবান সব পুরস্কার পাবেন দর্শনার্থীরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।