Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২ আগস্ট, ২০২২, ১২:০৮ এএম

বৃষ্টির পানিতে তলিয়ে গেছে সড়ক। সেই পানিতে রাস্তায় ভেসে যাচ্ছিল দুটি হাঁড়ি। ভারতের হায়দরাবাদে ঘটনাটি ঘটেছে। তবে বিরিয়ানির হাঁড়ি খালি ছিল, নাকি ভেতরে বিরিয়ানি ছিল, তা নিশ্চিতভাবে জানা যায়নি। টুইটারে ওই ঘটনার ভিডিও পোস্ট করার পর তা ভাইরাল হয়ে গেছে। ভিডিওতে দেখা যায়, সড়কে বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে খয়েরি রঙের পাত্রের ওপর বসানো কালো হাঁড়ি। ভিডিওতে আরো দেখা যায়, হায়দরাবাদের নবাব সাহেব কুন্টায় আবিদা হোটেলের সামনে ঘটনাটি ঘটেছে। হাঁড়িগুলো ওই হোটেলেরই। ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, এই বিরিয়ানি যিনি অর্ডার করেছেন, তিনি এবার বিফল মনোরথ হলেন। রসিকতার সেই সুর ধরে আরেক নেটিজেন মন্তব্য করেছেন, যার বাড়িতে পৌঁছবে ভাসতে ভাসতে, তিনি খুব খুশি হবেন। একজন মজার ছলে লিখেছেন, এটাই কি হোম ডেলিভারির সাম্প্রতিক রূপ? আরেকজন লিখেছেন, এটাই বিরিয়ানির দ্য গ্রেট এসকেপ বা মহাপলায়ন। নিউজ১৮।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে বিরিয়ানির হাঁড়ি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ