Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুলনায় টিসিবি’র পণ্য বিক্রয় শুরু, উপচে পড়া ভিড়

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ১ আগস্ট, ২০২২, ৫:১৭ পিএম

সারা দেশের মতো খুলনায় আজ সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। পূর্ব থেকে কার্ডধারীরা টিসিবির ভর্তুকি মূল্যের পণ্য কিনতে পারবেন। একজন ক্রেতা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল, এক কেজি চিনি, দুই কেজি পেঁয়াজ ও দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন। প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকা, প্রতি কেজি চিনি ৫৫ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ২০ টাকা ও এক কেজি মসুর ডাল ৬৫ টাকায় বিক্রি হবে। তবে, শুধু সিটি করপোরেশন এলাকা ও টিসিবির আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলোতে পেঁয়াজ বিক্রি হবে।

টিসিবি খুলনার আঞ্চলিক প্রধান মোঃ রবিউল মোর্শেদ বলেন, এবার চিনি, তেল ও ডালের সাথে নতুন করে যুক্ত করা হয়েছে পেঁয়াজ। আজ ১ আগষ্ট থেকে ৪ আগস্ট পর্যন্ত সিটি কর্পোরেশনের ৩২ টি ওয়ার্ডের উপকারভোগীরা কার্ডের মাধ্যমে পণ্য কিনতে পারবেন। টিসিবির প্যাকেজ মূল্য নিধারণ করা হয়েছে ৪৪৫ টাকা। প্রতিটি প্যাকেজে থাকবে ১৩০ টাকায় ২ কেজি ডাল, ৪০ টাকায় ২ কেজি পেঁয়াজ, ৫৫ টাকায় ১ কেজি চিনি এবং ২২০ টাকায় ২ লিটার তেল। তিনি আরও বলেন, বিক্রি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারি দপ্তরের কর্মকর্তারা তদারকির নিয়োজিত রয়েছেন। আজ নগরীর খুলনা সিটি করপোরেশন এলাকায় ১, ২, ৩, ৪, ২৮, ২৯, ৩০ ও ৩১ নং ওয়ার্ডে। ২ আগস্ট) ৫, ৬, ৭, ৮, ২৪, ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে। ৩ আগস্ট ৯, ১০, ১১, ১২, ২০, ২১, ২২ ও ২৩ নং ওয়ার্ডে। ৪ আগস্ট ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডে সূলভমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হবে।
এদিকে, সকাল থেকেই নগরীর সেল পয়েন্টগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ