নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
অ্যাথলেটিক্স ডিসিপ্লিনে অংশ নিতে গতপরশুই বার্মিংহামে পৌঁছে বাংলাদেশের চার অ্যাথলেট মাহফুজুর রহমান, উম্মে হাফসা রুমকি ও সুমাইয়া দেওয়ান ও রাকিবুল হাসান। দেশ থেকে পিসিআর টেস্টে নেগেটিভ হয়ে বার্মিংহামে আসার পর ওয়েলকাম সেন্টারে পিসিআর টেস্টে বাকিরা নেগেটিভ এলেও পজিটিভ হন রাকিবুল। গেমসে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন ও বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু বলেন, ‘রাকিবুলের উপসর্গহীন করোনা ধরা পড়েছে। তাকে সঙ্গে সঙ্গেই আইসোলেশনে রাখা হয়েছে। যেহেতু তার শারীরিক কোন সমস্যা নেই তাই নেগেটিভ না হওয়া পর্যন্ত তাকে সকাল-বিকাল করোনা পরীক্ষা করা হবে। নেগেটিভ হলেই তাকে অন্যদের সঙ্গে গেমস ভিলেজে রাখা হবে।’ আগামী মঙ্গলবার ১০০ মিটার স্প্রিন্টের হিট ও ৪ আগস্ট ২০০ মিটার হিটে অংশ নেয়ার কথা রয়েছে রাকিবুলের। শারীরিক ভাবে সুস্থ থাকলে হিটে অংশ নিবেন এই স্প্রিন্টার। বিশ্বজুড়ে করোনাভাইরাসে প্রকোপ কিছুটা কমতির দিকে। সে কারণেই মূলত ইংল্যান্ড তাদের করোনা নীতিমালা একটু শিথিল করেছে। তাতেই এই সুযোগ পাচ্ছেন খেলোয়াড়রা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।