Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঋণ পেতে মার্কিন সাহায্য চাওয়া সেনাপ্রধানের চাকরি নয় : ইমরান

সহিংসতার ১০ মামলায় জামিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ জুলাই, ২০২২, ১২:০২ এএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খান বলেছেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে যাওয়া সেনাপ্রধানের কাজ নয়। গত শুক্রবার স্থানীয় টিভি চ্যানেলের সাথে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যদি এসব প্রতিবেদন সঠিক হয় যে, [সেনা প্রধান] জেনারেল বাজওয়া আইএমএফ [ঋণ] পেতে আমেরিকার সাহায্য চাইছেন তার মানে দেশটি দুর্বল হয়ে পড়ছে।
তার বিবৃতি আসে যখন সিওএএস জেনারেল বাজওয়া পাকিস্তানের ক্ষয়িষ্ণু অর্থনীতিকে স্থিতিশীল করার প্রয়াসে আইএমএফ থেকে বেলআউট প্যাকেজের একটি কিস্তি দ্রুত ছাড় দিতে সাহায্যের জন্য অনুরোধ জানিয়ে মার্কিন প্রশাসনের কাছে পৌঁছেন।
নিরাপত্তা সূত্রে জানা গেছে, সেনাপ্রধান এ সপ্তাহের শুরুতে মার্কিন উপ-রাষ্ট্রমন্ত্রী ওয়েন্ডি শেরম্যানের সঙ্গে ফোনে কথা বলেছেন। তারা বলেছেন যে, জেনারেল বাজওয়া হোয়াইট হাউস এবং ট্রেজারি ডিপার্টমেন্টের কাছে একটি আবেদন করেন যাতে অবিলম্বে প্রায় ১.২ বিলিয়ন ডলার সরবরাহ করার জন্য আইএমএফকে চাপ দেওয়া হয় যা পাকিস্তান পুনরায় চালু করা ঋণ কর্মসূচির অধীনে পাওয়ার কথা।
‘আমেরিকা যদি বর্তমান পরিস্থিতিতে আমাদের সাহায্য করে, তবে সাহায্যের বিনিময়ে কী চাইবে? আমি আশঙ্কা করি যে, দেশের নিরাপত্তা দুর্বল হয়ে যাবে’, ইমরান মন্তব্য করেন।
উন্নয়নের বিষয়ে মন্তব্য করে প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, প্রতিবেদনটি বোঝায় যে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং দেশের জনগণসহ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বাধীন জোট সরকারের প্রতি আস্থা নেই।
ইমরান বলেন, অর্থনীতিকে সঙ্কট থেকে বের করে আনার এবং ‘শাসন পরিবর্তনের অভিযান’ ফিরিয়ে আনার একমাত্র উপায় ছিল আগাম ও স্বচ্ছ নির্বাচন।
প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, পিটিআই পাঞ্জাব উপ-নির্বাচনে পিএমএল-এনকে আঘাত করার পর বর্তমান শাসকরা প্রাথমিক নির্বাচনে যাওয়ার বিষয়ে সতর্ক ছিলেন।
‘তাদের [সরকারের] উদ্বেগগুলো বৈধ, কারণ পাকিস্তান পরিবর্তিত হয়েছে, কারণ তারা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্বাচনে জয়ী হওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিল’। তিনি যোগ করেন যে, তার দল কারচুপির প্রচেষ্টা সত্ত্বেও ভূমিধস বিজয় অর্জনের পরে ক্ষমতাসীন জোট হতবাক হয়ে গেছে।
ইমরান বলেছেন, পাকিস্তানের জনগণ ‘শাসন পরিবর্তনের অভিযান’ প্রত্যাখ্যান করেছে যা তিনি অভিযোগ করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তৎকালীন বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাবকে সমর্থন করে তার সরকারকে পতনের জন্য প্রকৌশলী করা হয়েছিল।
তিনি ক্ষমতা থেকে তার উৎখাতের কথা উল্লেখ করে বলেন, ‘বর্তমান সঙ্কটের জন্য কাউকে অবশ্যই দায়ী হতে হবে, সমস্ত অর্থনৈতিক সূচকের অবনতি হয়েছে এবং বাজারগুলো আস্থা হারিয়েছে...’।
সহিংসতার দশ মামলায় জামিন : এদিকে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত গতকাল পিটিআই চেয়ারম্যান ইমরান খানের ২৫ মে দলের ‘আজাদী মার্চ’ চলাকালে কথিত সহিংসতা এবং সরকারী সম্পত্তির ক্ষতি সংক্রান্ত ১০টি মামলায় আগাম জামিন নিশ্চিত করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী তার আইনজীবী বাবর আওয়ান এবং পিটিআই নেতা শাহবাজ গিলের সাথে বিচারক কামরান বাশারত মুফতির আদালতে হাজির হন। ফেডারেল রাজধানীর ১১টি থানায় তার বিরুদ্ধে নথিভুক্ত ১৫টি এফআইআর-এ ইমরান গ্রেফতারপূর্ব জামিনের আবেদন করেন।
গতকাল শুনানিতে আওয়ান বলেন যে, তার মক্কেলকে ‘একই প্রকৃতির’ ১৫টি মামলায় আসামি করা হয়েছে এবং তাকে জামিন দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। এ সময় বিচারক প্রসিকিউটরের কাছে জানতে চান, তার কোনো আপত্তি আছে কি না।
পরবর্তীকালে আদালত ১০টি মামলায় ইমরানের প্রাক-গ্রেফতার জামিন নিশ্চিত করেন এবং তাকে ৫ হাজার টাকার জামিন বন্ড জমা দেওয়ার নির্দেশ দেন।
কোহসার থানায় রাষ্ট্রদ্রোহের ধারায় নথিভুক্ত আরেকটি মামলায় আদালত পিটিআই প্রধানকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছেন। আগামী ৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানিতে মামলার রেকর্ড তলব করেছেন বিচারক। সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন ও ডন অনলাইন।



 

Show all comments
  • Alokito Notun Jibon ৩১ জুলাই, ২০২২, ৭:৫৬ এএম says : 0
    · আলহামদুলিল্লাহ
    Total Reply(0) Reply
  • Mohammadd Hossain ৩১ জুলাই, ২০২২, ৭:৫৭ এএম says : 0
    ইমরান খানের বক্তব্য সঠিক ও যৌক্তিক। কেননা একটি দেশের প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে থাকে সেনা প্রধান। রাষ্ট্রের যাবতীয় গুরুত্ব- বিষয়ে সিদ্ধান্ত নেবার কেবলমাত্র প্রধানমন্ত্রী এর। সেনাবাহিনী প্রধান শুধু হুকুমের গোলাম এখান প্রতীয়মান হচ্ছে যে, ইমরান খান কে আমেরিকা সেনাপ্রধানের মাধ্যমে আদালত কে ব্যবহার করে অপসারন করে শাহবাজ শরীফ কে ক্ষমতায় এনেছে। শাহবাজ শরীফ শুধু খেলার পুতুল। পাকিস্তানের ইতিহাসই হচ্ছে এরকম। ধিক্কার জানাই ঐ অসভ্য দেশটিকে।
    Total Reply(0) Reply
  • Rasel Rana ৩১ জুলাই, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    পাকিস্তানের বিচারবিভাগ আমাদের চেয়ে ১০০গুণ শক্তিশালী।
    Total Reply(0) Reply
  • Mohammad Hanif ৩১ জুলাই, ২০২২, ৭:৫৮ এএম says : 0
    ইমরান খানকে পুনরায় মসনদে দেখতে চাই।
    Total Reply(0) Reply
  • Jeiabul Hoque ৩১ জুলাই, ২০২২, ৭:৫৯ এএম says : 0
    ন্যায় প্রতিষ্ঠা করতে হলে মেরুদন্ড থাকতে হয়,,, ১০০%
    Total Reply(0) Reply
  • Jeiabul Hoque ৩১ জুলাই, ২০২২, ৭:৫৯ এএম says : 0
    ন্যায় প্রতিষ্ঠা করতে হলে মেরুদন্ড থাকতে হয়,,, ১০০%
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ