Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ন্যায়বিচারে মীর কাশেম আলীর পরিবারে শঙ্কা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধ মামলায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মীর কাশেম আলীর পরিবারের সদস্যরা। গতকাল মীর কাশেম আলীর স্ত্রী খন্দকার আয়েশা খাতুন এক প্রেস বিবৃতিতে বলেছেন, আমার স্বামীর আইনজীবী অবসরপ্রাপ্ত বিচারপতি নজরুল ইসলাম চৌধুুরী আপিল শুনানিতে অংশ নেয়ার পর অ্যাটর্নি জেনারেল তাকে উদ্দেশ করে প্রকাশ্যে ব্যক্তিগত আক্রমণ শুরু করেন। সংবিধান বা আইনে সুস্পষ্ট বিধান থাকা সত্তে¡ও বিরামহীনভাবে প্রকাশ্যে ও গোপনে তাকে প্ররোচণা ও হয়রানি করে মামলা থেকে সরে আসতে বাধ্য করা হয়েছিল। বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে, মামলায় নিযুক্ত আইনজীবীকে নিয়ে এইভাবে হয়রানি করা হয়, কিন্তু আপিল বিভাগ নীরব দর্শকের ভ‚মিকা পালন করল, যা আমাদেরকে চরমভাবে হতাশ করেছে। মামলার এই পর্যায়ে এসে সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম তার নাম প্রত্যাহার করায় মীর কাশেম আলীর মামলায় প্রচÐ প্রভাব ফেলবে। রাষ্ট্রের এই নগ্ন হস্তক্ষেপে আদৌ ন্যায়বিচার পাওয়া যাবে কিনা তা নিয়ে আমরা শঙ্কিত।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ন্যায়বিচারে মীর কাশেম আলীর পরিবারে শঙ্কা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ